এবার পঞ্চায়েতের সুপারভাইজারের নাম পাকা বাড়ির তালিকায়৷ পাকা বাড়ি থাকতেও তার নাম তালিকায় ঢুকিয়ে দুর্নীতি করেছে তৃণমূল অভিযোগ বিজেপির।
বাগদা থানার আষাঢ়ু পঞ্চায়েতের সুপারভাইজারের নাম আবাস যোজনার তালিকায় থাকা নিয়ে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। অভিযোগ, তার পাকা বাড়ি থাকা সত্ত্বেও সরকারি পাকা বাড়ির তালিকায তার নাম৷ সুপারভাইজার চন্দন মন্ডলের বক্তব্য ‘আমার বাড়ি নেই আমি দাদার বাড়িতে রয়েছি।’ তার কথায়, বক্তব্য কর্মসুত্রে দাদা অন্যত্র থাকেন, তাই তাদের বাড়িতে থাকছেন চন্দন।
তবে তিনি বলেন, যদি তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয় তাহলে স্ত্রী সন্তান নিয়ে রাস্তার পাশে গাছ তলায় বসবাস করতে হবে৷ যদি তদন্ত করে মনে হয় ঘর পাবার যোগ্য নয় তাহলে যেন তার ঘর বাদ দেওয়া হয়। যদিও বিজেপির দাবি তৃণমূলের দলীয় প্রভাব খাটিয়ে তার নাম নথিভুক্ত করেছেন চন্দন মন্ডল।
তবে স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, চন্দন মন্ডল দাদার বাড়িতে থাকেন৷ তার নিজস্ব বাড়ি নেই। স্বচ্ছতার সাথে কাজ হবে।প্রকৃত গরিবরাই ঘর পাবেন। তার জন্যই তদন্ত চলছে।