সোমবার পঞ্চায়েতে পুনরায় নির্বাচন। এই ভোটের প্রাক্কালে কোথাও জমায়েতের ওপর চলল পুলিশের লাঠি। আবার কোথাও ভোটদাতাদের দেওয়া হল হাতপাখা, লুচি, বিস্কুট।
রাতের অন্ধকারে ভাঙড় ২ ব্লকের ডিসিআরসি সেন্টারের অদূরে ‘রাতপাহারা’য় ছিলেন আইএসএফ কর্মীরা। তৃণমূল ব্যালট বাক্সে কারচুপি করতে পারে, এই আশঙ্কায় তাঁরা পাহারা দিচ্ছিলেন, এমনটাই দাবি করেন তারা। এই খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়ে মৃদু লাঠিচার্জ করে আইএসএফের জমায়েত উঠিয়ে দেয় কাশিপুর থানার পুলিশ। পুলিশের দাবি, আইএসএফ এলাকায় অশান্তির পাকানোর জন্য জড়ো হয়েছিল। সারা রাত এলাকায় পুলিশি টহলদারি চলেছে।
অন্যদিকে, জয়নগরে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। হাকিমপুরের ৮০/১, ৮০/২ ও ৮১ নম্বর বুথে তৃণমূল, এসইউসিআই এবং নির্দল প্রার্থীদের তরফে সকাল থেকে ভোটারদের হাতপাখা, নানা রকমের খাবার এবং জল দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ওঠে। তৃণমূলের কর্মীরা গরমে লাইনে দাঁড়ানো ভোটারদের হাতে হাতে তুলে দেন হাতপাখা। এছাড়াও এসইউসিআইয়ের তরফে ভোটদাতাদের জন্য লুচি, আলুর তরকারিতে জলখাবারের ব্যবস্থা করা হয়। এ ছাড়া, নির্দল প্রার্থীর তরফে ভোটারদের দেওয়া হয় বিস্কুট এবং জলের বোতল।