জেলা ব্রেকিং নিউজ

বিজেপির পঞ্চায়েত প্রধানকে সরাতে হাত মেলাল বিজেপি-তৃণমূল

মালদা: তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে বিজেপি সদস্যদের ডাকা অনাস্থায় অপসারিত বিজেপি প্রধান। ফলে প্রকাশ্যে চলে এল বিজেপির গোষ্ঠী কোন্দল। শনিবার মালদা জেলার চাঁচোল ২ নম্বর ব্লকের গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের ঘটনা। যদিও বিজেপির দাবি, ভয় ও প্রলোভন দেখিয়ে এই ঘটনা ঘটানো হয়েছে। অপরদিকে বিজেপির পঞ্চায়েত সদস্যরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতেই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন, পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের।

২০১৮সালের পঞ্চায়েত নির্বাচনে গৌড়হন্ড গ্রাম পঞ্চায়েতের ১৫ টি আসনের মধ্যে নয়টি আসন দখল করেছিল বিজেপি। তৃণমূল কংগ্রেস তিনটি আসন, কংগ্রেস দুটি ও বামেরা একটি আসনে জয়লাভ করে। ফলে বিজেপির দখলে যায় গ্রাম পঞ্চায়েত। প্রধান নির্বাচিত হন বিজেপির পুষ্পা ওরাও। এবার তাঁর বিরুদ্ধেই চার বিজেপির পঞ্চায়েত সদস্য তৃণমূলকে পাশে নিয়ে অনাস্থা আনেন। সেই অনাস্থাই অপসারিত হন বিজেপি প্রধান। অনাস্থা নিয়ে আসা চার বিজেপি সদস্যের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন অপসারিত বিজেপি প্রধান। বিজেপি নিজেদের মধ্যে গন্ডগোলের জেরেই অনাস্থা দাবি চাঁচোল ২ নম্বর ব্লকের তৃণমূলের সহ-সভাপতি রফিকুল হোসেনের। তিনি বলেন উন্নয়নের সামিল হতে ওই গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্যই তৃণমূলে যোগদান করবেন। জেলা বিজেপি সভাপতি গোবিন্দ চন্দ্র মন্ডল বলেন, ভয়ও প্রলোভন দেখিয়ে বিজেপি সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে। হাইকোর্টে এই বিষয়ে মামলা করেছে বিজেপি বলে দাবি করেন তিনি।