প্রয়াত ছাত্রনেতা আনিস খানের দাদা সামসুদ্দিন খানকে এবারের পঞ্চায়েত ভোটে টিকিট দিয়েছিল সিপিএম। লক্ষ্য ছিল, শাসকদলকে হারিয়ে জয়ী হয়ে ভাইয়ের স্বপ্ন পূরণ করা। কিন্তু বাস্তবে সেই স্বপ্ন সফল হল না। মঙ্গলবার পঞ্চায়েত ভোটের ফলপ্রকাশের পর দেখা গেল হেরে গিয়েছেন তিনি।
প্রসঙ্গত, হাওড়ার আমতা এলাকার ছাত্রনেতা আনিস খানের মৃত্যু হয়েছিল গতবছরের ফেব্রুয়ারিতে। মাঝে কেটে গিয়েছে একটা বছর, এখনও মেলেনি বিচার।
আনিসের দাদা সামসুদ্দিন খানকে আমতা দু’নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির ৪১ নম্বর আসনে প্রার্থী করে সিপিএম। কিন্তু পঞ্চায়েত ভোটে তিনি পরাজিত হলেন তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে। এই ঘটনায় আনিসের পরিবারের কেউ মুখ না খুললেও তৃণমূলের দেদার ছাপ্পা ভোটের দিকেই আঙুল তুলেছে স্থানীয় সিপিএম নেতৃত্ব।