পঞ্চায়েত নির্বাচন ব্রেকিং নিউজ রাজ্য

পঞ্চায়েত নির্বাচন: বোমার আঘাতে জখম সিপিআই (এম) কর্মীর মৃত্যু

পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে হিংসা ও মৃত্যুর হানাহানি অব্যাহত। ঘটনাক্রম এবার কৃষ্ণনগরে। বোমার আঘাতে মৃত্যু হল জখম হওয়া এক সিপিআই (এম) কর্মীর। গত শনিবার ভোট চলার সময়ে নদীয়ার কৃষ্ণনগরে বোমার আঘাতে গুরুতর জখম হন ওই ব্যক্তি। সোমবার মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে রাজ্যের শাসকদল তথা তৃণমূলের বিরুদ্ধে।

দলীয় সূত্রে জানা গিয়েছে, গত শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে জখম হন স্থানীয় সিপিআই (এম) প্রার্থীর শ্বশুর শুকুর আলি শেখ। সেই সময় কৃষ্ণনগরের কোতোয়ালি থানার ভালুকা আনন্দবাসের ২৩২ নম্বর বুথ থেকে ভোট দিয়ে ফিরছিলেন তিনি। আর ঠিক সেই মুহূর্তে বেশ কয়েকজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়ে বলে অভিযোগ।

গুরুতর জখম অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দু’দিন চিকিৎসাধীন থাকার পর সোমবার মারা যান তিনি। মৃত ব্যক্তির পরিবারের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।