রাজ্য লিড নিউজ

Panchayat Elections 2023: মনোনয়ন শেষ, আজ কালীঘাটে জরুরি বৈঠকে মমতা-অভিষেক

মনোনয়ন শেষের পর শনিবার কালীঘাটে তৃণমূলের নির্বাচনী কমিটির বৈঠকে বসতে চলেছেন মমতা-অভিষেক।

শনিবার বিকেলে কালীঘাটের বৈঠকে রাজ্য তৃণমূলের শীর্ষ নেতাদের পাশাপাশি, নির্বাচনী কমিটির নেতাদের হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠকে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক। ওই বৈঠকে রাজ্য তৃণমূলের শীর্ষ নেতাদের পাশাপাশি, নির্বাচনী কমিটির নেতাদের হাজির থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার কাকদ্বীপে শেষ হয়েছে অভিষেকের জনসংযোগ যাত্রা। কোচবিহার থেকে শুরু হওয়া এই রাজনৈতিক কর্মসূচির শেষ দিন অভিষেকের সঙ্গে এক ম়ঞ্চে থাকবেন মমতাও। এর আগে মালদহের ইংরেজবাজারের জনসংযোগ যাত্রার কর্মসূচিতে অংশ নিয়েছিলেন তিনি। সঙ্গে জানিয়েছিলেন, আবারও এই কর্মসূচির শেষ দিনে হাজির হবেন।

তবে এবার পঞ্চায়েত নির্বাচনের পর বছর ঘুরলেই ২০২৪ সালের লোকসভার ভোট দরজায় কড়া নাড়বে। তাই কাকদ্বীপের জনসংযোগ যাত্রার কর্মসূচির পর তিনি আবারও পঞ্চায়েত নির্বাচনের প্রচারে আলাদা করে নামেন কি না, তাও শনিবারের বৈঠক থেকেই স্পষ্ট হয়ে যেতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।