রাজ্য লিড নিউজ

Panchayat Election 2023: নির্বাচনে অশান্তি ঠেকাতে পদক্ষেপ! ‘পিস রুম’ খোলা হল রাজভবনে

পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে সামনে এসেছে অশান্তির ঘটনা। মনোনয়ন পর্বে ঝরেছে রক্ত। বলি হয়েছে কয়েকটি প্রাণ। এই পরিস্থিতির মোকাবিলায় বিশেষ পদক্ষেপ গ্রহণ করল রাজভবন। এবার রাজভবনে খোলা হল ‘পিস রুম’।

মূলত, ভোট সংক্রান্ত বিষয়ে সাধারণ মানুষের বিভিন্ন অভিযোগ জানতে এবং সেগুলির বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ করতেই রাজভবনে খোলা হয়েছে এই সাহায্য কক্ষ। যার নাম দেওয়া হয়েছে ‘পিস রুম’। যে কেউ ‘পিস রুম-এ অভিযোগ জানাতে পারবেন এবং তার পরিপ্রেক্ষিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য রাজভবনের তরফে রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনারের কাছে সমস্যাগুলি পাঠানো হবে। রাজভবন সূত্রে জানা গিয়েছে, পঞ্চায়েত নির্বাচন ঘিরে বাংলায় বিভিন্ন অপরাধমূলক কাজকর্ম ও হুমকির অভিযোগ প্রতিদিনই উঠছে। নাগরিকদের সাহায্য করতেই ‘পিস রুম’ খুলল রাজভবন। এবার সরাসরি নাগরিকেরা তাঁদের অভিযোগ রাজ্যপালকে জানাতে পারবেন। ফোন করে বা ই-মেইলের মাধ্যমে অভিযোগ জানানো যাবে।

প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশকে কেন্দ্র করে ভাঙড়ের পাশাপাশি সংবাদ শিরোনামে উঠে এসেছিল ক্যানিং-ও। মনোনয়ন পেশকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল গোটা পরিস্থিতি। শনিবার সেই ক্যানিংয়েই যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজভবন সূত্রে জানা গিয়েছে, শনিবার রাজ্যের বাইরে একাধিক কর্মসূচি ছিল রাজ্যপালের। কিন্তু সেই সমস্ত কর্মসূচি বাতিল করে এদিন ক্যানিং পরিদর্শনের সিদ্ধান্ত নেন তিনি। শনিবারই রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরেই রাজ্যপাল সব কর্মসূচি বাতিল করে ক্যানিং যাওয়ার সিদ্ধান্ত নেন। এদিন ক্যানিংয়ের পরিস্থিতি নিজে গিয়ে খতিয়ে দেখেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।