ব্রেকিং নিউজ রাজ্য

Pallavi Death: আত্মহত্যা নাকি খুন?

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী পল্লবী দে’র মৃত্যুর পর কেটে গিয়েছে দুটো দিন। এখনও খুন না আত্মহত্যা তার হদিস করতে পারেনি পুলিশ। সাগ্নিকের বিরুদ্ধে লিখিত খুনের অভিযোগ দায়ের করেছে পল্লবীর পরিবার। তার ভিত্তিতে  রাতভর ধরে জেরা করার পর গ্রেপ্তার করা হল অভিনেত্রীর প্রেমিক সাগ্নিক চক্রবর্তীকে। আর্থিক প্রতারণা অভিযোগে গ্রেপ্তার করা হয় সাগ্নিককে। এফআইআর করা হয়েছে ঐন্দ্রিলা মুখোপাধ্যায়ের বিরুদ্ধেও।

উল্লেখ্য, সোমবার মধ্যরাত পর্যন্ত গড়ফা থানায় উপস্থিত ছিলেন কলকাতা পুলিসের ডিসি পদমর্যাদার আধিকারিক আতুল ভি। জানা গেছে, সম্প্রতি অভিনেত্রী পল্লবী ও সাগ্নিক-এর মধ্যে কিছু সম্পত্তি কেনাকাটা নিয়েও বিবাদ চলছিল! তাঁর থেকে সম্পর্কের টানাপোড়েন। প্রয়াত অভিনেত্রী পল্লবী দে’র বন্ধুর সঙ্গেই সম্পর্ক থাকার অভিযোগ উঠেছে অভিনেত্রী’র লিভ-ইন সঙ্গী সাগ্নিক চক্রবর্তী’র বিরুদ্ধে! আর সেই বান্ধবী ও লিভ-ইন পার্টনারের বিরুদ্ধেই পল্লবীকে খুনের অভিযোগ আনলেন পল্লবীর বাবা।

পল্লবীর মৃত্যুর পর দিন বিকেলেই গড়ফা থানায় অভিযোগ জানান প্রয়াত অভিনেত্রী’র বাবা নীলু দে। তাঁর সঙ্গে ছিলেন অভিনেত্রীর মা সঙ্গীতা দে এবং তাঁদের পরিবারের আইনজীবীও। তবে পুলিশের কাছে অভিনেত্রীর বাবা শুধু সাগ্নিকের বিরুদ্ধে নয়, সাগ্নিক-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধেও পল্লবীকে খুন করার অভিযোগ আনেন। উল্লেখ্য, পল্লবীর পরিবারের অভিযোগ, পল্লবীর সঙ্গে লিভ-ইন থাকাকালীন, হাওড়ার জগাছার বাসিন্দা ঐন্দ্রিলা মুখোপাধ্যায় নামে ওই মহিলার প্রেমে পড়েন সাগ্নিক। অভিযোগ পল্লবী শুটিংয়ে গেলে ঐন্দ্রিলা তাদের গড়ফার ফ্ল্যাটে আসত। এমনকী রবিবার পল্লবী আত্মঘাতী হ‌ওয়ার পর এমআর বাঙুর হাসপাতালেও যান তিনি। আর তার ভিত্তিতেই খুন, প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।