রবিবার দিনেও পাকিস্তানের হামলা থেমে নেই। জম্মু–কাশ্মীরে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘন করল পাকিস্তান। নিয়ন্ত্রণ রেখার ওপার থেকে ধেয়ে এল এলোপাথাড়ি গুলি। আর সেই গুলিতে শহিদ হলেন এক সেনা অফিসার। ওই সেনাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁর মৃত্যু হয়। যোগ্য জবাব দিয়েছে সেনাবাহিনীও। শহিদ অফিসার ছিলেন সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসার (জেসিও)।
সেনাবাহিনী সূত্রে খবর, জম্মু–কাশ্মীরের রাজৌরি জেলার নৌশেরা সেক্টরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে পাকিস্তান। নিয়ন্ত্রণরেখার ওপার থেকে ধেয়ে আসে এলোপাথাড়ি গুলি। যথাযোগ্য জবাব দেয় সেনাবাহিনীও। দু’পক্ষের মধ্যে তীব্র গুলিবিনিময়ে মৃত্যু হয় সেনাবাহিনীর এক জুনিয়র কমিশনড অফিসারের। তারই মধ্যে নৌশেরা সেক্টরের এলওসি সংলগ্ন এলাকায় জোর তল্লাশি শুরু করেছেন জওয়ানরা। ওপার থেকে অনুপ্রবেশে সন্ত্রাসবাদীদের সাহায্য করতেই পাকিস্তান সংঘর্ষবিরতি করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
নওসেরা সেক্টরের কলসিয়ান, খাঙ্গার, ভাবনীতে ভারতীয় আউটপোস্ট লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে পাকিস্তান সেনা। উল্লেখ্য, শনিবার রাতভর জম্মু–কাশ্মীরের পন্থ চকে চলে গুলির লড়াই। তাতেই নিকেশ হয় তিন সন্ত্রাসবাদী। নিহত হন এক পুলিশকর্মীও। জম্মু–কাশ্মীর পুলিশের পক্ষ থেকে জানানো হয়, শনিবার রাতে শ্রীনগরের পন্থ চক এলাকায় আচমকা গুলিবর্ষণ শুরু করে তিন সন্ত্রাসবাদী। খবর পেয়েই সেখানে পৌঁছয় বাহিনী। দু’পক্ষের মধ্যে শুরু হয় গুলির লড়াই। গভীর রাত পর্যন্ত চলে এনকাউন্টার। অবশেষে ভোররাতে নিকেশ হয় ৩ সন্ত্রাসবাদী।
এই নিয়ে গত ৩৬ ঘণ্টায় তিনবার এনকাউন্টার হল। পুলওয়ামার জাডুরা এলাকায় সন্ত্রাসবাদীরা গা ঢাকা দিয়ে রয়েছে বলে খবর পায় যৌথবাহিনী। শুক্রবার রাতের অন্ধকারে গোটা এলাকা ঘিরে শুরু হয় অভিযান। এলাকায় চিরুনি তল্লাশি চালাতে থাকে যৌথবাহিনী। দু’পক্ষের গুলির লড়াইয়ে খতম হয় তিন সন্ত্রাসবাদী। শনিবার পন্থ চক এবং রবিবার নৌশেরা সেক্টর।