At a time when the whole world is plagued by the Corona virus, Pakistan is planning to continue its subversive activities.
দেশ

সমুদ্রপথে ভারতে হামলার ছক পাকিস্তানের

করোনা ভাইরাসে যখন বিশ্ব জর্জরিত তখন পাকিস্তান নাশকতামূলক কাজকর্ম চালিয়ে যাওয়ার ছক কষে চলেছে। ভারতের ওপর হামলা করতে তাদের দেশের আন্ডারওয়ার্ল্ডকে কাজে লাগাতে চাইছে। এমনকী সমুদ্রপথে স্মাগলার গোষ্ঠীকে এদেশে ঢুকিয়ে হামলা করার ছক কষেছে তারা। শুক্রবার দেশের গোয়েন্দা দপ্তর সূত্রে এই খবর জানা গিয়েছে। গোটা পরিকল্পনাটি করেছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সমুদ্রের পশ্চিম উপকূলে অথবা সমুদ্র তীরবর্তী যেখানে ভারতের সম্পদ রয়েছে সেখানে হামলা করার সম্ভাবনা রয়েছে। সম্প্রতি এই হামলা করার কাজে উৎসাহ দেখিয়েছে পাকিস্তানে অবস্থিত আন্ডারওয়ার্ল্ড এবং ছোট স্মাগলার গোষ্ঠী। আর তখনই গোটা পরিকল্পনা রচনা করা হয়। সেক্ষেত্রে পাকিস্তানে সিন্ধ প্রদেশ দিয়ে আরব সাগর হয়ে তারা হামলা চালাতে আসতে পারে বলে গোয়েন্দা সূত্রে খবর।
ভারতের কাছাকাছি উপকূল এলাকাকে পাচারের কাজে লাগানোর পরিকল্পনা করা হয়েছে। পাক গুপ্তচর সংস্থা তাদের সাহায্য করছে। এমনকী সেখানে প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। গত ১২ এপ্রিল ভারতীয় মৎস্যজীবীদের নৌকায় গুলি করা হয়েছিল। তাতে একজন আহতও হয়েছিলেন। সম্প্রতি নারকোটিস–সহ নানা মাদকদ্রব্য ভারতীয় উপকূলে আটক করা হয়েছিল। শ্রীলঙ্কা, মালদ্বীপ হয়ে তা পাকিস্তানের নৌকা করে আসছিল। সঙ্গে কিছু বিস্ফোরকও ছিল বলে গোয়েন্দা সূত্রে জানা যাচ্ছে।
করোনাভাইরাসের সঙ্গে কঠিন যুদ্ধের সময়ও পাকিস্তান তাদের ভারতের ওপর হামলার পরিকল্পনা এতটুকু বদলায়নি। মাঝেমধ্যেই সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি–গোলা ছুঁড়ে থাকছে। কয়েকদিন আগে জম্মু–কাশ্মীর পুলিশের ডিজিপি বলেছিলেন, পাকিস্তান করোনার রোগীকে এদেশে ঢুকিয়ে দেওয়ার ছক কষেছে। জঙ্গিদের মাধ্যমেই তারা এই কাজ করতে চাইছে। এমনকী ভুয়ো খবর ছড়িয়ে ভারতকে বিভ্রান্ত করার চক্রান্তও রয়েছে তাদের।