আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

Pakistan: প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবি জাতিসংঘের

পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির আহ্বান জানাল জাতিসংঘ। গত সোমবার সংস্থাটির একটি বিশেষজ্ঞ টিম অবিলম্বে ইমরান খানের নিঃশর্তে মুক্তি দাবি করে।

তাঁরা বলেন, ইমরান খানকে নিয়ম-বহির্ভূতভাবে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কারাবন্দী রাখা হয়েছে। সাথে তাঁরা এও বলেন, পাকিস্তান কর্তৃপক্ষের ইমরানকে বন্দী রাখার কোন আইনগত ভিত্তি নেই।

প্রসঙ্গত, ইমরান খানকে ২০২৩ সালের অগাস্ট মাসে দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত করে তিন বছরের জেল হেফাজত দেওয়া হয়। পাশাপাশি পাকিস্তান নির্বাচন কমিশন ইমরান খানকে পাঁচ বছরের জন্য নির্বাচনে অংশ নেওয়া থেকে নিষিদ্ধ করে।