দেশ ব্রেকিং নিউজ

সীমান্তে গা ঢাকায় পাক জঙ্গিরা

শনিবার উপত্যকার কুলগাঁওতে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দু’‌জন জঙ্গি নিকেশ হয়েছে। গত কয়েক মাসে জঙ্গি সংগঠনের একের পর এক নেতাকে খতম করেছে নিরাপত্তা বাহিনী। কিছুতেই যেন উপত্যকায় শান্তি ফিরছে না। আগে বহুবার রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানের এমন ন্যক্কারজনক কাজের প্রমাণ দিয়েছে ভারত। এবার ফের পাকিস্তানের নাশকতার ছক ক্যামেরাবন্দি হল।
ঠিক কী ঘটেছে?‌ এদিন উপগ্রহ চিত্রে ধরা পড়েছে, কিষেন গঙ্গা নদীর কাছাকাছি ভারত–পাকিস্তান সীমান্তে অন্তত ২৫০ জন জঙ্গি অপেক্ষা করছে। উপগ্রহ চিত্রে ওই এলাকায় জঙ্গিদের কার্যকলাপ ধরা পড়েছে।
জানা গিয়েছে, প্রায় ২৫০ জন জঙ্গি সীমান্তের লঞ্চপ্যাডে অপেক্ষা করছে। কিন্তু ভারতীয় সেনার কড়া নজর এড়িয়ে ভারতে ঢুকতে পারছে না। তবে উপগ্রহ চিত্রে ধরা পড়ার পর জঙ্গিদের খোঁজে নেমেছে ভারতীয় সেনাবাহিনী। ওই এলাকায় ব্যাপক সেনা মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবারই উত্তর কাশ্মীরের কেরান সেক্টর থেকে পাক মদতপুষ্ট জঙ্গিদের ঘাঁটি ধ্বংস করেছে ভারতীয় সেনাবাহিনী। জঙ্গি ঘাঁটি থেকে ব্যাপক অস্ত্র বাজেয়াপ্ত করা হয়েছে। করোনার আবহে এবার দেশে উৎসবের আড়ম্ভর তেমন না হলেও মানুষ আনন্দে মেতে থাকবে। তাই নাশকতার ছক কষতে পারে জঙ্গি সংগঠনগুলি। এই কথা মাথায় রেখে নিরাপত্তা আরও বেশি করে দেওয়া হয়েছে।