ব্যাটিংয়ের মাঝেই বুকে ব্যথা, হাসপাতালে নিয়ে যেতে হল পাকিস্তানের বর্তমান টেস্ট ওপেনার ৩৪ বছর বয়সী আবিদ আলিকে। তিনি বর্তমানে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রথম শ্রেনির টুর্নামেন্ট কায়েদ-এ-আজম ট্রফিতে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে ব্যাট করার সময় আচমকা বুকে ব্যথা অনুভব করেন আবিদ। পরপর দুবার বুকের একই জায়গায় ব্যথা অনুভব করেন তিনি। এর পরেই তাঁর দলের ম্যানেজার আশরাফ আলি তাঁকে চিকিৎসার জন্য ও অন্যান্য পরীক্ষা করার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
আবিদ আলি খাইবার পাখতুনের হয়ে নয় হাজারের অধিক রান করার পর একেবারে সদ্য সেন্ট্রাল পাঞ্জাব দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ সফরে জাতীয় দলের হয়ে ওপেন করে দুরন্ত ছন্দে ছিলেন আবিদ। তাঁকে প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ ঘোষণা করা হয়। পাশাপাশি সিরিজ সেরাও হন তিনি। তারপর দেশে ফিরে সেন্ট্রাল পাঞ্জাবের হয়ে মাঠে নামার পরই এই ঘটনা ঘটে।
পাকিস্তানের প্রাক্তন উইকেটকিপার-ব্যাটার আশরাফ জানান, ‘ আবিদ আজ সকালে ৬১ রানে ব্যাট করছিল। তখনই পরপর দুইবার বুকে ব্যথা হওয়ার কথা জানায়। আমাদের মনে হয়েছে এই পরিস্থিতিতে ওকে হাসপাতালে পাঠানোই শ্রেয়। ও বর্তমানে সেখানে চিকিৎসকদের অবজারভেসনে রয়েছে ।’
কয়েকদিন আগেই বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটার ইনজামাম উল হক। এবার একই কারণে হাসপাতালে নিয়ে যেতে হল পাকিস্তানের বর্তমান টেস্ট ওপেনারকে।