আন্তর্জাতিক

খাটিয়া নিয়ে বিধানসভায় বিধায়ক!

পাকিস্তানে ঘটল অবাক কাণ্ড৷ সেই অবাক ঘটনার ভিডিও ভাইরাল হতে মুহূর্তও সময় লাগেনি৷ সম্প্রতি সিন্ধ বিধানসভার একটি ভিডিও দেশের সীমা অতিক্রম করে নেটিজেনদের দৌলতে সর্বত্র ছড়িয়ে পড়েছে৷ ইমরান খানের দলের বিধায়করা বিধানসভায় এক আজব পদ্ধতিতে প্রতিবাদ করে৷ পিটিআইয়ের সিন্ধ বিধানসভার এক বিধায়ক বিধানসভা কক্ষেই একটি খাটিয়া নিয়ে চলে আসেন৷ বিধায়ক বোঝাতে চেয়েছিলেন গণতন্ত্রের শবযাত্রা চলছে। তার জন্যেই খাটিয়া নিয়ে বিধানসভায় চলে আসেন!

বিধানসভার অধিবেশনের সময় পিটিআইয়ের সদস্যকে তাঁর বক্তব্য রাখতে সময় দেওয়া হয়নি৷ বিধায়ক এই ঘটনার বিরোধ করেন৷ গণতন্ত্র শবদেহ বহন হচ্ছে এই বলে মুখে আওয়াজও তোলেন৷ এই ভিডিও পুরো দেখা যাচ্ছে কীভাবে বিধানসভা কক্ষে অধিবেশন চলাকালীন খাটিয়া নিয়ে কিভাবে স্পিকারের আসনের দিকে তিনি যাচ্ছিলেন৷ তবে তাঁর অভিসন্ধি কার্যকর হয়নি৷ নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে বিধানসভা কক্ষের বাইরে বের করে দেন৷

সিন্ধ বিধানসভার অধ্যক্ষ আগা সিরাজ খান দুরানি নিজের মার্শালদের আদেশ দেন খাটিয়াটা সদনের বাইরে বের করে দেওয়ার৷ তিনি বিধায়কদের কাছে আবেদন করেন তাঁরা যেন ভবনের সম্মান ক্ষুন্ন না হতে দেন৷ স্পিকার হলেন পিটিআই বিধায়ক সদনের শুদ্ধতার খণ্ডন করেছেন৷ এই পুরো বিবাদের সময় মন্ত্রী নাসির হুসেন শাহ ও মুকেশ কুমার চাওলা সাংবাদিকদের সুরক্ষা বিষয়ক বিল পেশ করেন৷ যা সদনে পাশ হয়ে যায়৷ মুকেশ কুমার চাওলা এভাবে খাটিয়া নিয়ে প্রতিবাদের বিরুদ্ধে নিজের বিরূপতা প্রকাশ করেন৷