আন্তর্জাতিক

পাকিস্তানে আসছে করোনার চতুর্থ ঢেউ, সতর্ক ভারত

একদিকে ডেল্টা ভ্যারিয়েন্টের বাড়বাড়ন্ত, অন্যদিকে কোভিড বিধি অমান্য করার প্রবণতা। পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে চলেছে পাকিস্তানে। পাকিস্তানের দিকে যে করোনার চতুর্থ ওয়েভ ক্রমশ এগিয়ে আসছে, তেমন ইঙ্গিত পাওয়া যাচ্ছে বলে জানালেন সে দেশের পরিকল্পনা বিষয়ক মন্ত্রী আসাদ উমর। তিনি জানান, করোনা বিধি মানা হচ্ছে না দেশে। তিনি বলেন, ‘‌এভাবে চলতে থাকলে সরকার জোর করে বিয়েবাড়ি, রেস্তোরাঁ, জিম বন্ধ করে দেবে।’‌

তিনি টুইটে লিখেছেন, ‘দু সপ্তাহ আগে আমি বলেছিলাম যে চতুর্থ ঢেউয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এখন চতুর্থ ওয়েভের স্পষ্ট ইঙ্গিত দেখা যাচ্ছে।’ আর এই ওয়েভের জন্য করোনাবিধি না মানার পাশাপাশি ডেল্টা ভ্যারিয়েন্টকেও দায়ী করেছেন তিনি। পাকিস্তানে ডেল্টা ছাড়া দক্ষিণ আফ্রিকার বেটা ও ইউকে-র আলফা ভ্যারিয়েন্টের হদিশও মিলেছে।

পর্যটনের ক্ষেত্রেও বিধি নিষেধ জারি করা হচ্ছে। ৩০ উর্দ্ধ হলে ভ্যাকসিনেশন সার্টিফিকেট ছাড়া কোথাও পর্যটনে যাওয়া যাবে না। হোটেল বুক করার সময়ও সার্টিফিকেট দেখাতে হবে। সব সরকারি ও বেসরকারি সংস্থার কর্মীদের বাধ্যতামূলকভাবে ৩১ জুলাই মাসের মধ্যে ভ্যাকসিন নেওয়ার কথা বলা হয়েছে। কৃষি, আইন, মিডিয়া সব সেক্টরের জন্যই এই নির্দেশিকা জারি করা হয়েছে। গত বছরেই করোনার দুটি ওয়েভ সামলাতে হয়েছিল পাকিস্তানকে। গত ২১ জুন পাকিস্তানে আক্রান্ত হয় ৬৬৩ জন।