খেলাধুলা

দুর্দান্ত ফর্মে পাকিস্তান! টি-টোয়েন্টিতে সেমিফাইনালে

শুক্রবার আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে জয়ী হল পাকিস্তান। টি টোয়েন্টি বিশ্বকাপে এই নিয়ে পরপর তিনটি ম্যাচ জিতে নিল পাকিস্তান। এর আগের দুটি ম্যাচে ভারত, নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে পাকিস্তান।

এদিনের ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে পাকিস্তান পৌঁছে গেল সেমিফাইনালে। টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। কিন্তু পরপর উইকেট হারিয়ে খেলার গতি কমতে থাকে আফগানিস্তানের। ওপেনার জাজাই এদিন কোন রান তুলতে পারেননি। ওপেনার শাহজাদ (৮) ফিরে যান। শেষের দিকে ম্যাচের হাল ধরেন নবি ও নায়েব। আফগানিস্তানের মোট রান ১৪৭।

জবাবে ব্যাট করতে নেমে পাক অধিনায়ক বাবর আজম ৫১ রানের ইনিংস খেলেন। শোয়েব মালিক খুব বেশি রান (১৯) তুলতে পারেননি। ১৯ তম ওভারে আসিফ আলির চারটে ছক্কা জয় এনে দেয় পাকিস্তানের।