প্রবল বৃষ্টিতে ক্রমশ ভয়াবহ আকার ধারণ করছে পাকিস্তানের বন্যা পরিস্থিতি। পরিবেশবিদরা সতর্ক করে জানিয়েছেন, জলবায়ুর ক্রমাগত পরিবর্তন আরও বিপর্যয়কে ডেকে আনতে পারে।
এদিকে ক্রমবর্ধমান বন্যায় ভেসে গিয়ে মহিলা ও শিশুসহ এখনও পর্যন্ত মোট ৫৭ জনের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। এছাড়াও অতিভারী বৃষ্টিতে আটটি বড় বাঁধ ভেঙে গিয়েছে। সেই সঙ্গে হাজার হাজার মানুষ এখন গৃহহীন।
সরকারি বিবৃতি থেকে জানা গেছে, পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে বাড়ি ধসে পড়ায় ছয় বছরের এক শিশুসহ মোট দু’জনের মৃত্যু হয়েছে এবং চারজন আহত হয়েছেন। উল্লেখ্য, পাকিস্তানে ভারী বৃষ্টিপাতে দেশের সবচেয়ে বড় শহর করাচির বিশাল অংশও এখন জলের তলায়।
অন্যদিকে, আফগানিস্তানেও প্রবল বন্যায় ২৪ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। গত মাসেই ব্যাপক বৃষ্টির কারণে উত্তর-পূর্ব বাংলাদেশ ও ভারতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। প্রায় ৬০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হন এবং প্রাণহানির ঘটনাও ঘটে। এমতাবস্থায় এক সরকারি বিশেষজ্ঞ বাংলাদেশের বন্যাকে ২০০৪ সালের পর সম্ভাব্যভাবে দেশের সবচেয়ে খারাপ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বর্ণনা করেছেন।