আন্তর্জাতিক

পাকিস্তান নির্বাচন স্থগিত রইল!‌

বিশ্বজুড়ে করোনাভাইরাস লাল চোখ দেখাচ্ছে। সেই থাবা পড়েছে পাকিস্তানেও। এই পরিস্থিতিতে পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন ঘিরে অনিশ্চয়তার মেঘ তৈরি হল। এই ভয়াবহ অবস্থায় আগামী দু’‌মাসের জন্য পাক অধিকৃত কাশ্মীরে নির্বাচন পিছনোর ব্যাপারে প্রস্তাব দিয়েছে সে দেশের করোনার পর্যবেক্ষক দল ন্যাশনাল কমান্ড অ্যান্ড অপারেশন সেন্টার। আর তাতেই মুখ পুড়েছে প্রধানমন্ত্রী ইমরান খানের।
পাক অধিকৃত কাশ্মীরের মুখ্য নির্বাচনী কমিশনারকে লেখা চিঠিতে তাঁরা জানিয়েছে, দেশে যে হারে সংক্রমণ বাড়ছে, তাতে নির্বাচন স্থগিত রাখা হোক। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, নির্বাচন ঘিরে জমায়েতের ফলে করোনা সংক্রমণ দ্রুত হারে ছড়াতে পারে। চলতি বছরের সেপ্টেম্বর মাসের পাক অধিকৃত কাশ্মীরের ১০ লাখ বাসিন্দাকে টিকা দেওয়া হবে। কাশ্মীর বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২৯ জুলাই। এখনও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়নি।
পাক অধিকৃত কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুখ হায়দার বলেন, ‘‌নির্বাচনে যদি পাক প্রধানমন্ত্রী ইমরান খান নাক গলান, তাহলে সমস্ত সৌজন্য ভুলে যাবে পাক অধিকৃত কাশ্মীর। দু’‌মাসের জন্য নির্বাচন পিছনোর বিষয়ে চিঠি পেয়েছি।’‌ উল্লেখ্য, আগে হায়দর বলেছিলেন, পাক প্রধানমন্ত্রী এটাও জানেন না যে পাক অধিকৃত কাশ্মীরে নিজস্ব নির্বাচন কমিশন রয়েছে।