টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে ফাইনালে যাওয়ার স্বপ্ন ভঙ্গ হলো পাকিস্তানের। বৃহস্পতিবার টস জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। শুরুটা বেশ ভালই করেছিল পাকিস্তান। পাক অধিনায়ক বাবর আজম ও রিজওয়ান একসঙ্গে ৭১ রান যুক্ত করেন। বাবর আজম (৩৯) ফেরেন জাম্পার বলে। রিজওয়ান ব্যক্তিগত ৬৭ রানে ফেরেন। পাকিস্তান তখন বেশ ভাল জায়গায়, ১৭.২ ওভারে ১৪৩ রান। এই অবস্থায় পাকিস্তানের জয় অনেকটাই নিশ্চিত হয়ে গিয়েছিল।
কিন্তু এদিনের ম্যাচে আসিফ আলি, শোয়েব মালিকের মতো ব্যাটসম্যানরা বেশিক্ষণ টিকতে পারেননি। খেলা শুরু করার আগেই ফিরতে হয় আসিফ আলি (০) ও শোয়েব মালিককে (১)। পাকিস্তান ১৭৬ রানে পৌঁছয় ফকর জামানের জন্য। ৩২ বলে ৫৫ রানে অপরাজিত থেকে যান।
টি টোয়েন্টি ফরম্যাটে ১৭৬ এর কঠিন চ্যালেঞ্জ নিয়ে জবাবে ব্যাট করতে নেমে এদিনও শুরুতেই অ্যারন ফিঞ্চকে (০) তুলে নেন শাহিন আফ্রিদি। এই বিশাল বড় ধাক্কা অস্ট্রেলিয়ার জন্য। শাদাব খানের বলে আউট হন মিচেল মার্শ (২৮)। অস্ট্রেলিয়ার রান তখন ২ উইকেটে ৫২। দ্রুত ফেরেন স্টিভ স্মিথও (৫)। বিপজ্জনক ওয়ার্নার (৪৯) শাদাব খানের শিকার। ম্যাক্সওয়েল (৭) বেশিক্ষণ টিকতে পারেননি। পরপর উইকেট পড়তে থাকায় আস্কিং রেট বাড়তে থাকে। কিন্তু আফ্রিদির ১৯-তম ওভারে জ্বলে ওঠেন ওয়েড। তিন-তিনটি ছক্কা, তাতেই জয়ের হাসি হেসে ফাইনালে পৌঁছে গেল অস্ট্রেলিয়া।