প্রবল অর্থনৈতিক সঙ্কটের মাঝে বিধ্বংসী বন্যায় বিপর্যস্ত পাকিস্তান। দেশের বিভিন্ন এলাকা ইতিমধ্যেই জলমগ্ন হয়ে গিয়েছে। প্রায় সাড়ে তিন কোটি মানুষ বন্যায় বিপর্যস্ত হয়ে আটকে পড়েছেন। পরিস্থিতি সামাল দিতে আন্তর্জাতিক সাহায্যের আবেদন করেছে ইসলামাবাদ।
একটানা বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তান। বন্যায় বিধ্বস্ত সেখানকার জনজীবন। সেই দেশে গত ২৪ ঘন্টায় ১১৯ জনের মৃত্যু হয়েছে বলে খবর।
এদিকে, সে দেশের পরিসংখ্যান বলছে, জুন থেকে বন্যার কারণে মৃতের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে। সরকারী তথ্য অনুসারে, মৃতদের মধ্যে ৪ জন বেলুচিস্তান, ৬জন গিলগিট বাল্টিস্তানের, খাইবার পাখতুনখোয়ায় ৩১জন এবং সিন্ধুতে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
খবর অনুযায়ী, পাকিস্তানের অন্তত ১১০টি জেলা বন্যার কবলে পড়েছে এবং সেগুলির মধ্যে ৭২টি জেলাকে দুর্যোগের শিকার ঘোষণা করা হয়েছে। তথ্য বলছে, এই দুর্যোগে পাকিস্তানে প্রায় ৩,৪৫১.৫ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪৯ টি সেতু ভেঙে পড়েছে, ১৭০ টি দোকান ধ্বংস হয়েছে। বন্যার কবলে পড়ে ৯,৪৯,৮৫৮ গুলি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রচুর গবাদি পশুর। অন্যদিকে, ৫১,২৭৫ জনকে উদ্ধার করা হয়েছে এবং ৪,৯৮,৪৪২জনকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করা হয়েছে বলে জানা গিয়েছে।
দেশের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া। পরিস্থিতি মোকাবিলায় বেলুচিস্তানের জন্য পাক মুদ্রায় ১ হাজার কোটি এবং সিন্ধু প্রদেশের জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। তবে শুধু আর্থিক পরিস্থিতি নয়, একই সঙ্গে পাকিস্তানে রাজনৈতি অস্থিরতা অব্যাহত। দেশের জটিলতা ক্রমশ বাড়ছে।