দেশ লিড নিউজ

ভূস্বর্গ থেকে গ্রেপ্তার পাক গুপ্তচর, ব্যাপক শোরগোল

এবার পাক গুপ্তচর সংস্থার সদস্যকে গ্রেপ্তার করল জম্মু–কাশ্মীরের পুলিশ। পাকিস্তানের গুপ্তচর সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উপত্যকার সাম্বা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এখানকার তথ্য পাকিস্তানে পাঠিয়ে বড় নাশকতা করার ছক ছিল তার বলে খবর।
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম কুলজিত্‍‌ কুমার, বয়স ২১। বাড়ি পাকিস্তানের আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া আওতাল কাটালান গ্রামে। সাম্বার এসএসপি রাজেশ শর্মা জানান, ভরসন্ধ্যেয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। সীমান্তের তথ্য ও ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পাচার করত সে। তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা লেনদেন হয়েছে বলেও তথ্য মিলেছে।
তার কাছ থেকে চারটি মোবাইল ফোন ও বেশ কয়েকটি সিম উদ্ধার করা হয়েছে। ২০১৮ সাল থেকে পাকিস্তানের গুপ্তচর হিসেবে কাজ করছে ওই যুবক। সীমান্ত থেকে প্রতিনিয়ত দেশের কিছু সেতুর ছবি ও অন্যান্য নির্মাণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাচার করত। তাকে জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।
এই ঘটনার পর সাম্বা জেলা জুড়ে সেনাবাহিনীর বেশ কিছু দল সীমান্ত ঘিরে রেখেছে। রয়েছে সাম্বা ব্রিগেড। সেনাবাহিনীর নানা তথ্যও ওই যুবক পাক সেনাকে পাচার করত বলে অনুমান করা হচ্ছে। আর কি কি পাচার করেছে তা জানতে তাকে জেরা করা হচ্ছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, এলাকা ঘিরে ফেলা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতেই সন্ত্রাসবাদী হামলায় বরাতজোরে প্রাণে বাঁচেন জম্মু–কাশ্মীরের বিজেপি নেতা গুলাম কাদির। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের গান্দরবল জেলায় অজ্ঞাতপরিচয় সন্ত্রাসবাদীরা টার্গেট করেছিল বিজেপি নেতাকে। এইসব ঘটনার সঙ্গে পাক গুপ্তচর কুলজিৎ কুমার জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।