সত্যকে যতই লুকিয়ে রাখার চেষ্টা করা হোক, সে বেরিয়ে আসবেই। এমনই এক ঘটনা ঘটেছে ওয়াঘা সীমান্তের ওপারে। পাকিস্তানের সরকারি খবরের চ্যানেল পিটিভি–তে দেখানো একটি মানচিত্রে কাশ্মীরকে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছিল। আর তাতেই তোলপাড় হয়ে গিয়েছে ইমরান খানের দেশ। সত্যিই কাশ্মীর ভারতের অন্তর্গত। যা জবরদখল করে রেখেছে পাকিস্তান। আর সেখান থেকে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালায় তারা। তাই ওই এলাকাকে বলা হয় পাক অধিকৃত কাশ্মীর। যে দুই সাংবাদিকের হাতে এই ঘটনাটি ঘটে তাঁদের বরখাস্ত করে দেওয়া হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, ৬ জুনের এই ঘটনাটি ৮ জুন তোলা হয় পাকিস্তানের সংসদে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের স্ট্যান্ডিং কমিটিতে বিষয়টিকে পাঠান সেনেটের চেয়ারম্যান সাদিক সঞ্জরানি। ৭ জুনই পিটিভি কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিল, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। যে বা যারা এই ভুল করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এরপরই দুই সাংবাদিককে বরখাস্ত করা হয়। আসলে তাঁরা সত্য কথাটিই সম্প্রচার করেছিলেন। যা সহ্য করতে পারেনি ইমরান খানের সরকার। ফলে কোপ পড়ল সাংবাদিকদের ওপর।
গোটা ঘটনাটি ঘুরিয়ে স্বীকার করেছে সংবাদমাধ্যমটি। ট্যুইটে তারা লেখে, ৬ জুন পিটিভি নিউজে পাকিস্তানের ভুল মানচিত্র দেখানোর ঘটনায় তদন্ত কমিটির প্রস্তাব মেনে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। দুই সাংবাদিককে দোষী সাব্যস্ত করে তাঁদের বরখাস্ত করা হয়েছে।’ উল্লেখ্য, নিজেদের সরকারি মানচিত্রে কাশ্মীরকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে পাকিস্তান। ভারতের চিরকালীন অবস্থান, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ।
