সদ্য গদি হারিয়েছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। বিরোধীরা তার বিরুদ্ধে অনাস্থা আনে। আর তারপরেই ক্ষেপে ওঠে পাকিস্তানের জনগণ। আস্থা ভোটে হেরে যান ইমরান খান। শেষ হয় পাকিস্তানের ইমরানের শাসন। যার প্রভাব পড়েছে পাকিস্তানের ক্রিকেট মহলেও। শোনা যাচ্ছে, ইমরান খানের পর এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে চলেছেন রামিজ রাজা।
পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকে রামিজ রাজার ইস্তফার জল্পনা শুরু হয়েছে। গতবছর সেপ্টেম্বর মাসে ইমরান খানের প্রধানমন্ত্রী থাকার সময়কালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে রামিজ রাজা প্রতিষ্ঠিত হন। ফলে এটা সকলেরই জানা যে, প্রধানমন্ত্রী ইমরান খানের সুপারিশেরই চেয়ারম্যান হিসেবে জায়গা দখল করেন রামিজ রাজা। আর ইমরান খান যখন প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা নিলেন তখন রামিজ রাজাও ইস্তফা দিতে চলেছেন এমনটাই গুঞ্জন শুরু হয়েছে।
রামিজ রাজার ঘনিষ্ঠ সূত্রের খবর, পাকিস্তানের সংসদে যখন ইমরান খানের বিরুদ্ধে বিরোধীরা অনাস্থা প্রস্তাব দেয়, সেই মুহূর্তেই রামিজ রাজা জানান যে, ইমরান খান ইস্তফা দিলে তিনিও চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেবেন। বর্তমানে জানা যাচ্ছে, তিনি দুবাইতে রয়েছেন এবং সেখানে আইসিসির একটি মিটিং এ যোগদানের পরই তিনি তাঁর ইস্তফা কথা জানাবেন।
তবে বর্তমানে পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি যথেষ্ট টালমাটাল এই মুহূর্তে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যদি ইস্তফা দেন সে ক্ষেত্রে পাকিস্তানের ক্রিকেট যথেষ্ট দোলাচলে পড়বে বলে মনে করছে ক্রিকেট মহল।