আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

Padma Setu: স্বপ্নের পদ্মাসেতু দেখতে দর্শনার্থীদের ভিড়

বাংলাদেশে চলছে ঈদ-উল -আজহা বা বকরি ঈদের উৎসব ৷ তাতে মুসলিম সম্প্রদায়ের বাড়িতে জ্বলছে আলোর রোশনাই ৷ চারদিকে বইছে খুশীর আমেজ ৷ আর ঈদে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে বিভিন্ন বিনোদনকেন্দ্র ও পর্যটনকেন্দ্রগুলি জনকীর্ণ হয়ে পড়েছে ৷ সেই সাথে পদ্মা সেতু দেখতে ভীড় করছেন মানুষ ৷

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবছরের ২৫ জুন সেতুটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছিলেন ৷ ঠিক তার পরদিনই যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় সেতুক ৷ যদিও হাসিনা সরকারের পদ্মা সেতুকে ঘিরে আগে থেকেই মানুষের মাঝে একটা উচ্ছ্বাস বইছিল। কিন্তু ঈদের উৎসব যেন সেটিকে আরও বাড়িয়ে দিয়েছে ৷ অফিস আদালত ছুটি থাকায় মানুষ নির্মল আনন্দ নিতে পরিবার নিয়ে ঘুরতে আসছেন পদ্মা সেতুতে ৷ তবে সেতুতে যানবাহন ছাড়া পায়ে হেঁটে পারাপারে রয়েছে নিষেধাজ্ঞা ৷

ঈদের তৃতীয় দিনেও পদ্মা সেতু দেখতে সেতুর দুই প্রান্ত অর্থাৎ জাজিরা এবং মাওয়া টোলপ্লাজায় দর্শনার্থীদের বেশ ভিড় জমে উঠেছিল ৷ তবে যানবাহন ছাড়া পারাপারে নিষেধাজ্ঞা থাকার কারনে অনেকেই ব্যাক্তিগত যানবাহন করেই পদ্মা সেতু পার হন ৷ দেখা গিয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকেই ঈদের ছুটিতে পদ্মা সেতু দেখতে এসেছেন অসংখ্য মানুষ ৷ কেউ সপরিবারে আবার কেউ বন্ধুরা দল বেঁধে ছুটে এসেছেন স্বপ্নের পদ্মা সেতু দেখতে৷ তাদের মধ্যে নারী ও শিশুদের মধ্যে পদ্মা সেতুকে ঘিরে ছিল উচ্ছ্বাস উদ্দীপনা ৷ ঈদের দ্বিতীয় দিনেই অর্থাৎ সোমবার (১১ জুলাই) টোল আদায় করা হয়েছে ৩ কোটি ৬০ লাখ ৫৫ হাজার ৪০০ টাকা।