তিস্তা জলবন্টন নিয়ে বাংলাদেশ–ভারতের রাজনৈতিক টানাপোড়েন রয়েছে। তাই বাংলাদেশ তাদের জাতীয় সম্পদ ইলিশ মাছ এদেশে রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করেছে। বন্ধু দেশকে এভাবে দূরে ঠেলে দিয়েছে তারা। শেখ হাসিনার সরকারের এই নিষেধাজ্ঞা হতাশ করছে ভারতবাসীকে। কারণ বাংলাদেশের রুপোলি ইলিশ যে আপাতত মিলছে না। পদ্মার ইলিশ তাই এদেশের মানুষের কাছে এখন অধরা।
জানা গিয়েছে, ২০১৯ সালে পুজোর সময় উপহার হিসাবে প্রচুর ইলিশ পাঠিয়েছিল বাংলাদেশ। ওই শেষ। তারপর ইলিশ আর সীমান্ত পেরোয়নি। ফলে পদ্মার ইলিশ চেখে দেখার আশাও নেই। ভরা বর্ষায় বাংলাদেশের মৎস্যজীবীদের জালে পড়ছে রুপোলি ইলিশের ঝাঁক। করোনার প্রকোপ কমাতে অনেকদিন লকডাউন ছিল। তাই টানা ৬৫ দিন সমুদ্রে জাল পড়েনি। তবে এবার বড় সাইজের ইলিশ বেশি পাওয়ার আশা করছেন মৎস্যজীবীরা। বাকিটা সময় বলবে।
এদিন দেখা গেল বাংলাদেশে সামুদ্রিক মাছের পাইকারি বাজার পটুয়াখালী মহিপুরে মৎস্যজীবীরা টন টন ইলিশ মজুত করছেন। ১ কেজি ওজনের ইলিশের মণ ৩০ থেকে ৩৬ হাজার টাকায় বিক্রি হচ্ছে। দীর্ঘদিন লকডাউন থাকার ফলে মৎস্যজীবীরা তীব্র আর্থিক সঙ্কটে পড়েছিলেন। এবার এত বেশি পরিমাণ মাছ ধরা পড়ায় তাঁদের সুদিন ফিরবে বলে আশা করা হচ্ছে।