উদ্বোধনের পরদিনই পদ্মা সেতুতে মর্মান্তিক পথ দুর্ঘটনা। যার জেরে মৃত্যু হয়েছে দুই মোটরবাইক আরোহীর। রবিবার রাত সাড়ে ১০টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে খবর ,মৃতদের নাম মহম্মদ আলমগীর হোসেন(২২) ও মহম্মদ ফজলু(২১)। তাঁদের বাড়ি দোহার থানায় এলাকায়।
জানা গিয়েছে, রবিবার রাত সাড়ে দশটা নাগাদ বাইকে চড়ে পদ্মা সেতু দিয়েই যাচ্ছিলেন ওই দুই যুবক। সেই সময়ই পদ্মা সেতুর ২৭ এবং ২৮ নম্বর পিলারের মাঝামাঝি জায়গায় দুর্ঘটনাটি ঘটে। এরপরই প্রত্যক্ষদর্শীরা গুরুতর জখম অবস্থায় তড়িঘড়ি তাঁদেরকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা আলমগীর এবং ফজলুকে মৃত বলে ঘোষণা করেন।
অন্যদিকে এই ঘটনার পরই সোমবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে অনির্দিষ্ট কালের জন্য বাইক চলাচল নিষিদ্ধ করে দেয় সরকার। পাশাপাশি উদ্বোধনের ২৪ ঘণ্টার মধ্যেই পদ্মা সেতুতে এহেন বাইক দুর্ঘটনায় প্রশাসনিক গাফিলতির অভিযোগে একাধিক প্রশ্ন উঠছে। কেননা শনিবার সেতুর উদ্বোধনের সময় একাধিক নিয়মবিধি লাগু করে সরকার। তার মধ্যে রয়েছে, বিধিনিষেধ না মেনে পদ্মা সেতুতে নানান ভিডিও করা, গাড়ি থামিয়ে হাঁটাচলা কিংবা ছবি তুললে গুনতে হবে জরিমানা। এমনকী মিলতে পারে কঠোর শাস্তিও।