দেশ লিড নিউজ

পি চিদম্বরমের দিকে তেড়ে গেলেন মহিলা আইনজীবী, কেন?

তিনি পোড় খাওয়া রাজনীতিবিদ, আবার পেশাগত দিক থেকে বর্ষীয়ান আইনজীবী। দীর্ঘদিন ধরে কংগ্রেসের হয়ে কেন্দ্রীয় মন্ত্রীর পদও সামলেছেন। তিনি অর্থনীতিবিদ পি চিদম্বরম।

সেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কলকাতা হাইকোর্টে এক বিরল ঘটনা ঘটল। যার দ্বরুন গোটা রাজ্যে ছড়িয়ে পড়ল বিতর্ক। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখালেন কংগ্রেসেরই আইনজীবীরা। কেউ কেউ তাঁকে আবার বললেন, ‘‌তৃণমূলের দালাল’‌। কংগ্রেসের এই প্রবীণ নেতাকে ঘিরে কংগ্রেসেরই বিক্ষোভে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে।

জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে মেট্রো ডেয়ারি মামলা চলছে। সেই মামলায় কেভেন্টার্সের হয়ে সওয়াল করছেন পি চিদম্বরম। মেট্রো ডেয়ারির বিরুদ্ধে মামলাটি করেছিলেন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী। যা এক সময় ছিল রাজ্য সরকারেরই হাতে। পরে তা কেভেন্টার্স নামে একটি সংস্থাকে বিক্রি করে দেওয়া হয়। আর পি চিদম্বরম সেই মেট্রো ডেয়ারি, এখন যা কেভেন্টার্স তার হয়েই সওয়াল করতে আসেন। সেই নিয়েই এদিন কোর্ট চত্বরে তীব্র ক্ষোভ দেখায় কংগ্রেস আইনজীবীরা।

বুধবার হাইকোর্টের এজলাসে ঢোকার আগেই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে ঘিরে তুমুল ক্ষোভ দেখান কংগ্রেস মনোভাবাপন্ন আইজীবীরা। অধীরের আইনজীবী কৌস্তুভ বাগচি চিদম্বরমকে ‘মমতার দালাল’ বলেও মন্তব্য করেন। প্রশ্ন তোলেন, কেন নিজের দলের নেতার বিরুদ্ধে লড়তে এসেছেন চিদম্বরম। তাঁর কথায়, ‘‌এত বড় দুর্নীতি, তাও কেন জনস্বার্থ মামলা খারিজের আবেদন? বাংলার কংগ্রেস কর্মীরা চিদম্বরমকে নেতা বলতে মানতে নারাজ।’‌ এখানেই শেষ নয়। গায়ের কোট খুলে নেওয়ার পাশাপাশি পি চিদম্বরমের দিকে এদিন তাড়া করতে দেখা গেলো এক মহিলা আইনজীবীকে।ঘটনায় প্রথমে স্বভাবতই হতভম্ব হয়ে গেলেও পরে নিজেকে সামলে নেন চিদম্বরম।