করোনার রেশ পড়েছে দেশের অর্থনীতি ও জিডিপি–তে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, চলতি অর্থবর্ষে ভারতে জিডিপি সংকুচিত হয়েছে প্রায় ৭.৩ শতাংশ। তবে আরও একটা বছরে অর্থনীতি যাতে ভঙ্গুর না হয়ে পড়ে তার জন্য কেন্দ্রকে বিশেষ নজর দেওয়ার কথা জানিয়েছেন বর্ষীয়ান কংগ্রেস তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরম।
কেন্দ্রকে তোপ দেগে চিদাম্বরম বলেন, ‘২০২০–২১ অর্থবর্ষ গত ৪ দশকের মধ্যে সবথেকে অন্ধকার বছর ছিল। এই অর্থবর্ষের চারটি ত্রৈমাসিক এই পরিস্থিতির শিকার। প্রথম দুই ত্রৈমাসিকের জেরে দেশে মন্দা নেমে আসে। আর দাঁড়াতে পারেনি দেশ।’ এই পরিস্থিতি থেকে উদ্ধার পেতে তিনি কেন্দ্রীয় সরকারকে প্রয়োজনে টাকা ছাপিয়ে এবং খরচ করার বিধান দিয়েছেন৷ প্রাক্তন অর্থমন্ত্রীর কথায়, ‘রাজস্ব ঘাটতি নিয়ে না ভেবে খরচ করুন। দরকার পড়লে ধার করে বা ছাপিয়ে টাকা খরচ করুন।’
নরেন্দ্র মোদী সরকারকে নিশানা করে কংগ্রেস নেতা বলেন, ‘করোনার প্রথম ঢেউয়ের সময় কেন্দ্রের তরফে মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা কে সুব্রহ্মন্যম স্বাভাবিক পরিস্থিতিতে ফিরছে দেশের অর্থনীতি, এমন আশ্বাস দিয়ে যান। কিন্তু কোথাও কোনও আশা ছিল না।’ উল্লেখ্য, ২০২০ সালের জুলাই মাস থেকে লকডাউনের চরম প্রভাব পড়তে থাকে দেশের অর্থনীতিতে৷ কমতে থাকে বৃদ্ধির হার। চাহিদা ঘাটতি শুরু হওয়ায় বাজার অর্থনীতিও মুখ থুবড়ে পড়ে।
