এবার কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় তুললেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। পশ্চিমবঙ্গের মানুষকে ভোটদানের মাধ্যমে কেন্দ্রকে উচিত শিক্ষা দেওয়ার আর্জি জানালেন তিনি। টুইটে চিদম্বরম লেখেন, সারা দেশের আশা–ভরসা এখন পশ্চিমবঙ্গের ভোটারদের নিয়ে। করোনা পরিস্থিতি দেশে খারাপ হওয়ার জন্য প্রধানমন্ত্রী এবং তাঁর সরকারকে বিঁধেছেন তিনি।
ইতিমধ্যে রাজ্যে পাঁচ দফা নির্বাচন হয়ে গিয়েছে। আজ ষষ্ঠ দফায় নির্বাচন চলছে। তারপর আরও দু’দফার নির্বাচন বাকি। সারাদেশে করোনা সংক্রমণের সংখ্যা গত ২৪ ঘণ্টায় তিন লাখ ছাড়িয়েছে। সারাদেশে করোনা পরিস্থিতি রীতিমতো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির পেছনে এবার কেন্দ্রকে দায়ী করে সরব হলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। বুধবার টুইটে তিনি বলেন, ‘নির্বাচন হল এমন একটি বিষয় যেখানে সরকারকে জবাবদিহি করতে হয়। দেশে চিকিৎসা ব্যবস্থায় যে সংকট দেখা দিয়েছে, তার জন্য কেন্দ্রীয় সরকার দায়ী। সারাদেশের আশা–ভরসা এখন পুরোটাই পশ্চিমবঙ্গের ভোটারদের ঘিরে। এই ষষ্ঠ দফার ভোটে পশ্চিমবঙ্গের মানুষ দেশের মানুষের হয়ে নিজেদের মত প্রকাশের সুযোগ পাবেন।’
করোনা পরিস্থিতির সমালোচনা করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জানান, ‘২০২০ সালের এপ্রিল থেকে দেশে কি কিছু পরিবর্তন হয়েছে? কিছুই হয়নি। বরং আরও খারাপ হয়েছে। রেল স্টেশনে কোনও ভিড় নেই। কিন্তু টিভি চ্যানেলে স্পষ্ট দেখা যাচ্ছে, প্রচুর পরিযায়ী শ্রমিক রেলস্টেশনে, বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছেন, যা খুবই হৃদয়বিদারক।’