করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ আরও অনেক বেশি শক্তিশালী। আরও অনেক বেশি মারাত্মক। বিগত সব রেকর্ড ভেঙে এখন প্রত্যেকদিন দেশে করোনায় আক্রান্ত হচ্ছেন আড়াই লাখেরও বেশি মানুষ। হাসপাতালে বেড নেই, চিকিৎসক নেই, অক্সিজেনের অভাব, ভেন্টিলেটরের অভাব। বিনা চিকিৎসায় মানুষের মৃত্যু হচ্ছে। চারিদিকে বিভীষিকাময় পরিস্থিতি। এই পরিস্থিতিতে গ্রিন করিডর করে রাজ্যগুলিকে অক্সিজেন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তিনি বলেন, ‘রাজ্যগুলিতে অক্সিজেন সংকট দূর করতে গ্রিন করিডর তৈরি করছে রেলওয়ে। দ্রুত দেশে অক্সিজেনের চাহিদা পূরণ করার চেষ্টা করা হবে।’
প্রত্যেকদিন দেশে আড়াই লাখের উপর সংক্রমিত হচ্ছেন। শুধু তাই নয়, করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যুর হারও অনেক বেশি। একের পর এক জ্বলন্ত শশ্মানের ছবি উঠে আসছে সামনে। ভ্যাকসিনের জোগান বাড়ন্ত, হাসপাতালে নেই বেড, নেই অক্সিজেন। অবস্থা দিন দিন আরও ভয়ঙ্কর হচ্ছে। এবার অতি দ্রুত প্রতিটি রাজ্যে অক্সিজেন পাঠানোর সিদ্ধান্ত নিল ভারতীয় রেল।
রাজ্যে রাজ্যে পৌঁছে যাবে ‘অক্সিজেন এক্সপ্রেস’। যাতে থাকবে তরল মেডিকেল অক্সিজেন এবং অক্সিজেন সিলিন্ডার। রেল মন্ত্রক থেকে জানান হয়েছে, খালি ট্যাঙ্কারগুলি মুম্বইয়ের আশেপাশে কালাম্বলি এবং বোইসর রেল স্টেশন থেকে নেওয়া হবে এবং তরল অক্সিজেন সিলিন্ডারগুলি ট্যাঙ্কার লোড করার জন্য ভাইজাগ এবং জামশেদপুর, রাউরকেলা এবং বোকারোতে পাঠানো হবে। খুব শীঘ্রই ‘অপারেশন’–এ নামছে অক্সিজেন এক্সপ্রেস। তৈরি হয়ে গিয়েছে রুট ম্যাপও। রেলের তরফে জানানো হয়েছে লিক্যুইড মেডিক্যাল অক্সিজেন পরিবহনের জন্য ‘রোল অন রোল অফ’ বা আরও আরও পদ্ধতি ব্যবহার করা হবে। অক্সিজেনের ট্যাঙ্কারগুলি সড়কপথে এনে রেলের সমান্তরাল ওয়াগানের উপর তোলা হবে। নির্দিষ্ট স্থানে পৌঁছনর পর আবার ওই ট্যাঙ্কারগুলি নামিয়ে নিযে সড়ক পথে হাসপাতালে পৌঁছে দিতে হবে।