Oxford university has began trailing the corona vaccine on human body.
আন্তর্জাতিক

যুক্তরাজ্যে শুরু মানবদেহে করোনাভাইরাসের ভ্যাকসিন প্রয়োগ

যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ২৩ এপ্রিল বৃহস্পতিবার থেকে করোনাভাইরাসের ভ্যাকসিন স্বেচ্ছাসেবীদের ওপর পরীক্ষা করা শুরু হচ্ছে।

দেশটির স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন, এই ভ্যাকসিন তৈরির লক্ষ্যে বিশ্বব্যাপী যে উদ্যোগ চলছে যুক্তরাজ্য শুরু থেকেই সে প্রচেষ্টায় এগিয়ে ছিল। এক্ষেত্রে যেকোন সফল সমাধানকে যত তাড়াতাড়ি সম্ভব জনসাধারণের কাছে পৌছেঁ দেওয়ার জন্য এরই মধ্যে উৎপাদন প্রক্রিয়ায় বিনিয়োগ করা শুরু হয়েছে।

ম্যাট হ্যানকক বলেন, ‘টিকা উন্নয়নের জন্য বারবার ট্রায়ালের প্রয়োজন হয়।’ তিনি আরও বলেন, ‘টিকা প্রকল্পগুলোতে সরকার সর্বোচ্চ সহযোগিতা দিয়ে যাচ্ছে।’

হ্যানকক জানিয়েছেন, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সরকার থেকে এ প্রকল্পের জন্য ২০ মিলিয়ন পাউন্ড বা প্রায় ২০৯ কোটি টাকা পাবে। এ ছাড়া লন্ডনের ইম্পেরিয়াল কলেজ এরকম আরেকটি প্রকল্পে ২২ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড পাবে।

যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, করোনাভাইরাসের নিরাপদ টিকা তৈরি করতে সময় লাগতে পারে কমপক্ষে ১২ থেকে ১৮ মাস। কিন্তু অক্সফোর্ডের বিজ্ঞানীরা আশা করছেন, তারা সেপ্টেম্বরের শুরুতেই পরীক্ষামূলক ভ্যাকসিনের দশ লাখ ডোজ উৎপাদন করতে পারবেন।