বিনোদন ব্রেকিং নিউজ

অস্কারে মনোনীত বাঙালি পরিচালকের ছবি ‘রাইটিং উইথ ফায়ার’

আসন্ন ৯৪তম অস্কারের আসরে চূড়ান্ত বিচারে মনোনয়ন পেল সুস্মিত ঘোষ পরিচালিত ছবি ‘রাইটিং উইথ ফায়ার’। বাদ গেল তামিল ছবি ‘কুঝাঙ্গাল’। মঙ্গলবার অস্কার কর্তৃপক্ষ ১০টি বিভাগের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। বিচারকদের ভোটের মাধ্যমে এই তালিকা তৈরি করা হয়েছে।

অস্কারের আসরে শেষ পর্বে চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে রিন্টু থমাস ও সুস্মিত ঘোষের ছবি ‘রাইটিং উইথ ফায়ার’। এই ছবির গল্প একজন দলিত মহিলাকে নিয়ে। যিনি একটি সংবাদপত্র প্রকাশ করেন। এই ভারতীয় ছবিটিকে সেরা ডকুমেন্ট্রি ফিচার বিভাগে নির্বাচিত হয়েছে। এছাড়াও ডকু-ফিচার বিভাগে নির্বাচিত হয়েছে আরজে কাটলারের ‘লিটল বেরি’, জুলিয়া ও অন্যান্যদের পরিচালিত ছবি ‘জুলিয়া’-সহ ১৫টি ছবি।

অন্যদিকে সেরা আন্তর্জাতিক চলচ্চিত্রের বিভাগে নির্বাচিত হয়েছে জাপানি পরিচালক রাইসুকে হামাগুচির ছবি ‘ড্রাইভা মাই কার’, ডেনমার্কের পরিচালক জোয়াকিম ট্রিয়রের ছবি ‘দ্য ওর্স্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড’-সহ ১৫টি ছবি।

অফিশিয়াল এন্ট্রির জন্য ২০২২ সালের অস্কারে ভারতের পক্ষ থেকে ১৪টি ছবিকে বাছা হয়েছিল। এই তালিকায় ভিকি কৌশল অভিনীত ‘সর্দার উধম’ ও বিদ্যা বালনের ‘শেরনি’র পাশাপাশি ছিল তামিল ছবি ‘মান্দেলা’ ও মালায়লি ছবি ‘নয়াট্টু’। সেই সব ছবিকে পেছনে ফেলে অস্কারে দৌড়ে ভারতের হয়ে লড়ছিল নবাগত পরিচালক পি. এস ভিনোত্রাজের ‘কুঝাঙ্গাল’। ইংরাজিতে ছবির নাম ‘পেবলস’। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে মুক্তি পায় ছবিটি। কিন্তু শেষ পর্যন্ত এই ছবিও বাদ গেল, মনোনয়ন পেল রিন্টু থমাস ও সুস্মিত ঘোষের ছবি ‘রাইটিং উইথ ফায়ার’।