দেশ লিড নিউজ

এবার দেশীয় অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলি হবে ‘কর্পোরেট’

কেন্দ্রীয় মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়ে গিয়েছে। দেশের প্রতিরক্ষা শিল্প সংস্থাগুলিকে কর্পোরেট সংস্থায় পরিণত করা হবে। গৃহীত সিদ্ধান্ত থেকে একচুলও নড়বে না নরেন্দ্র মোদীর সরকার। এমনকী, অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলিতে ধর্মঘট নিষিদ্ধ করতে কেন্দ্রের পক্ষ থেকে গত ৩০ জুন যে ‘বিতর্কিত’ অধ্যাদেশ জারি করা হয়েছে, তাও প্রত্যাহার করার কোনও সম্ভাবনা নেই। অর্ডিন্যান্স ফ্যাক্টরি বোর্ডকে সাতটি কর্পোরেশনে রূপান্তরিত করার বিরোধিতায় সামিল কর্মচারী সংগঠনগুলিকে তা জানিয়ে দিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

বর্তমানে চালু ৪১টি অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে কর্মরত ৭৬ হাজার কর্মচারীর চাকরি–সহ অন্যান্য সুযোগ-সুবিধা আগের মতোই বহাল থাকবে। রাজনাথের দপ্তরে বৈঠকের জন্য ডাকা হয়েছিল ফ্যাক্টরির তিনটি স্বীকৃত কর্মচারী ফেডারেশনের নেতৃত্বকে। হাজির ছিলেন প্রতিরক্ষা–উৎপাদন বিভাগের সচিব রাজ কুমার। সেখানেই সরকারের কড়া অবস্থান স্পষ্ট করেছেন প্রতিরক্ষামন্ত্রী। কর্মী ফেডারেশনগুলিকে ফের আলোচনায় বসার আহ্বানও জানানো হয়।

মোদী সরকারের এই অনড় মনোভাবে বেশ বেকায়দায় বাম ও ডানপন্থী সব কর্মচারী সংগঠন। রাজনাথের বৈঠকেই কেন্দ্রের সঙ্গে বিবাদে না গিয়ে কর্পোরেটাইজেশনের সিদ্ধান্ত মেনে নেওয়ার ইঙ্গিত দেয় কংগ্রেসের শ্রমিক শাখা আইএনটিইউসি। বামেরা অবশ্য সরকারের এই অবস্থানের তীব্র বিরোধিতা থেকে পিছু হটছে না। এই লড়াইয়ে তারা পাশে পেয়েছে আরএসএস নিয়ন্ত্রিত ভারতীয় মজদুর সঙ্ঘকেও।

স্বয়ং প্রতিরক্ষামন্ত্রী তাঁদের জানান, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন গোটা মন্ত্রিসভা অনেক কিছু পর্যালোচনা করেই অর্ডিন্যান্স ফ্যাক্টরিকে কর্পোরেট সংস্থায় পরিণত করার সিদ্ধান্ত নিয়েছে। তাই সেখান থেকে পিছিয়ে আসার কোনও প্রশ্নই ওঠে না। গঠিত হতে চলা ওই সাতটি কর্পোরেশনের ১০০ শতাংশ মালিকানা সরকারের হাতে থাকবে। তাই কর্মচারীদেরও অযথা আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। তাছাড়া, কর্পোরেট সংস্থায় পরিণত হলে কর্মীদের পাওনা সুযোগ-সুবিধার ব্যাপারে তাঁর নেতৃত্বাধীন মন্ত্রিগোষ্ঠীর সঙ্গে আলোচনার যথেষ্ট অবকাশ রয়েছে বলে জানিয়েছেন রাজনাথ।