লাইফস্টাইল

অনলাইনে খাবার অর্ডার করছেন?

অনেকেই ঘরে বসেই অনলাইনে খাবার অর্ডার করছেন। তবে ভেবে দেখেছেন এগুলো এখন কতোটা নিরাপদ? ফুড প্যাকেজিংয়ের সংস্পর্শের কারণে করোনা সংক্রমিত হওয়ার ঝুঁকি থেকেই যায়। এই সময় যদি আপনাকে অনলাইনে খাবার অর্ডার করতেই হয় তাহলে মেনে চলুন কিছু সতর্কতা।

১। প্রথমেই একটু যাচাই বাছাই করে খাবার অর্ডার করুন।

২। ডেলিভারিম্যানের কাছ থেকে সরাসরি প্যাকেট না নেয়াই ভালো। তাকে দরজার বাইরে খাবারের প্যাকেট রাখতে বলুন। তার সামনে মাস্ক পরে যান।

৩। সরবরাহকারীদের আমরা অনেকেই বাড়িতে আসতে দেই। এখন একেবারেই এটি করা যাবে না। তার থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। যতই খারাপ লাগুক এটুকু করুন। এতে দুজনই নিরাপদ।

৪। খাবারের প্যাকেটটি কিছুক্ষণ বাইরেই রেখে দিন। ঘরে এনে খাবার পরিষ্কার পাত্রে নিয়ে, প্যাকেটটি ডাস্টবিনে ফেলে দিন। আপনার হাত ভালোভাবে সাবান দিয়ে ধুয়ে নিন।

৫। সুযোগ থাকলে অনলাইনেই বিল পরিশোধ করুন। টাকার মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে অনেক বেশি।

৬। খাওয়ার আগে অবশ্যই খাবার গরম করুন।