ব্রেকিং নিউজ রাজ্য

পঞ্চায়েত ভোটে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ

পঞ্চায়েত ভোটে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। সোমবার সেই নির্দেশই খারিজ হয়ে গেল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। এদিন বিচারপতি অপূর্ব সিনহা রায় ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের বেঞ্চে পঞ্চায়েতে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ হয়ে যায়।

ইতিমধ্যেই পঞ্চায়েতে তদন্তের জন্য এক বিচারপতির কমিশনও গড়ে দেওয়া হয়েছে। সেই দায়িত্ব দেওয়া হয়েছে বিচারপতি দেবীপ্রসাদ দে-কে। এদিন ডিভিশন বেঞ্চের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে, আদালতের নজরদারিতেই রাজ্য পুলিশকে পঞ্চায়েতের তদন্ত করতে হবে।

উল্লেখ্য,উলুবেড়িয়া ২ নম্বর ব্লকের দুই সিপিএম প্রার্থীর আবেদনের ভিত্তিতে বিডিওর বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। এই মামলার শুনানিতে বিচারপতি সিনহা বলেছিলেন, যাঁর বিরুদ্ধে অভিযোগ তিনি রাজ্য সরকারি কর্মচারী। তাই এই তদন্তভার রাজ্যের কোনও সংস্থাকে দেওয়া যাবে না। তারপরেই সিবিআই তদন্তের নির্দেশ দেন তিনি। সিঙ্গল বেঞ্চের নির্দেশ ছিল, ৭ জুলাই সিবিআইকে এই সংক্রান্ত রিপোর্ট পেশ করতে হবে। ৮ জুলাই পঞ্চায়েত ভোটের নির্ধারিত দিন। তার আগেরদিন সিবিআইকে তদন্ত রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছিল।

বৃহস্পতিবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য সরকার। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের করেছিল রাজ্য সরকার। ওইদিন মামলা গ্রহণ করেছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চে সেই রায় খারিজ হয়ে গেল আজ।