গত রবিবার টি-২০ বিশ্বকাপের ম্যাচে ভারতকে হারিয়েছে পাকিস্তান। অভিযোগ উঠেছে, পাকিস্তানের জয়ের পর উল্লসিত হয়ে ওঠেন শ্রীনগরের একটি মেডিক্যাল কলেজের পড়ুয়াদের একাংশ। এরপর এই ঘটনার প্রতিবাদ করায় খুনের হুমকি পেলেন এক পড়ুয়া।
জানা গেছে, রবিবার শ্রীনগরের এসকেআইএমএস সওরা কলেজের এমবিবিএস পড়ুয়া অনন্যা জামওয়াল বন্ধুদের সঙ্গে ভারত পাকিস্তানের ম্যাচ দেখছিলেন। ভারত হারতেই কিছু পড়ুয়া পাকিস্তানের নামে জয়ধ্বনি দিতে থাকে।
দাবি, পাকিস্তানের নামে জয়ধ্বনি দেওয়া পড়ুয়াদের বিরোধিতা করেন অনন্যা। ঘটনায় পুলিশে অভিযোগ করা হয়।
অনন্যার অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় অজ্ঞাতপরিচয় কিছু ব্যক্তি তাঁকে খুনের হুমকি দিতে থাকেন। অনন্যা জানান তিনি কেবল ভারত বিরোধী স্লোগানের বিরোধিতা করেছিলেন। ঘটনায় জম্মু-কাশ্মীর পুলিশ ইউএপিএ ধারায় সরকারি মেডিক্যাল কলেজের কয়েকজন পড়ুয়ার বিরুদ্ধে পৃথক দু’টি মামলা রুজু করেছে।