রাজ্য লিড নিউজ

বিধানসভায় মুখ্যমন্ত্রীর ঘরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নতুন রসায়ন!

বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঘরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার বিধানসভায় মুখ্যমন্ত্রীর ডাক পেয়ে তার ঘরে যান শুভেন্দু। সঙ্গে ছিলেন পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা, বিধায়ক অগ্নিমিত্রা পল, অশোক লাহিড়ী। মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে, সামান্য আলোচনার পরেই বেরিয়ে আসেন তাঁরা। ২০২১ সালে তৃতীয় তৃণমূল সরকার গঠনের পর, এই প্রথম রাজ্যের আইনসভার অন্দরে মুখোমুখি হলেন মুখ্যমন্ত্রী ও বিরোধী দলনেতা। যা সাম্প্রতিককালে নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ।

হঠাৎ কেন এই সৌজন্য সাক্ষাৎ? এখন এই সাক্ষাৎ ঘিরেই তৈরি হয়েছে রাজনৈতিক জল্পনা। কারণ প্রতিদিন শুভেন্দু অধিকারী যেভাবে ঝাঁঝালো কন্ঠে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সেকেন্ড ইন কমেন্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে বিস্ফোরক মন্তব্য করছেন, পাশাপাশি প্রতিনিয়ত সরকার এবং দলীয় কর্মীদের দুর্নীতি নিয়ে যেভাবে সরব হচ্ছেন, সেগুলো যাতে শুভেন্দু অধিকারী একটু রয়ে-সয়ে বলেন। সেই উদ্দেশ্য নিয়েই কি শুভেন্দু অধিকারী কে ডেকে পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী? জল্পনা রাজনৈতিক মহলে!

রাজনৈতিক মহল বলছে, এর পেছনে প্রধান কারণ শুভেন্দু অধিকারী। সেই কারণে জন্যেই কি মুখ্যমন্ত্রী বিরোধী দলনেতা কে চায়ের আমন্ত্রণ জানিয়েছেন, নাকি পঞ্চায়েত নির্বাচন এবং ২০২৪ এর লোকসভা নির্বাচনের আগে অন্য কোন রসায়ন কাজ করছে!

কারণ এটা মানতেই হবে শেষ বিধানসভা নির্বাচনের পর বিজেপির কর্মী সমর্থকরা অনেকটাই দিশেহারা হয়ে পড়েছিলেন। কিন্তু শেষ দু তিন মাসে বিজেপির সংগঠন শক্তিশালী হয়েছে। এবং যেভাবে শুভেন্দু অধিকারী বিভিন্ন সভায় ভোকাল টনিক দিচ্ছেন, কর্মীদের উদ্দেশ্যে তাতে এই মুহূর্তে দাঁড়িয়ে অনেকটাই চাঙ্গা বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে আগামী ৫ ডিসেম্বর মোদি-মমতা বৈঠকের সম্ভাবনা। মোদি- মমতা বৈঠকের আগে শুভেন্দু মমতা বৈঠক, অনেকটাই তাৎপর্যপূর্ণ সে কথা মানছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।