দেশ লিড নিউজ

মোদীকে হারাতে বিরোধীদের ‘INDIA’ জোট

বেঙ্গালুরুতে যৌথ বিরোধীদের বৈঠকের দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার বিরোধী দলের নেতারা এই জোটের নাম দিয়েছেন ইন্ডিয়া। অর্থাত্‍ ২০২৪ সালের সাধারণ নির্বাচন হবে এনডিএ বনাম ইন্ডিয়া। বিরোধী পক্ষ থেকে জানানো হয়েছে এই ইন্ডিয়া নামের পুরো মানে হল I – Indian, N – National, D – Democratic, I – Inclusive, A – Alliance।

বেঙ্গালুরুতে ১৭ ও ১৮ জুলাই, দুদিন ধরে চলে ২৬টি বিরোধী দলের বৈঠক। সোমবার রাতে একসঙ্গে নৈশভোজ চলাকালীন বিরোধী দলের নেতানেত্রীরা নতুন নাম নিয়ে প্রস্তাব রাখেন বলে জানা গিয়েছে।

এদিনের বৈঠকে যোগ দেওয়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে এটি একটি সদর্থক ও অর্থপূর্ণ বৈঠক ছিল। গঠনমূলক সিদ্ধান্ত নেওয়া হয়েছে এদিনের বৈঠকে। আজকে এই বৈঠকে যা আলোচনা করা হয়েছে, তার ফল এদেশের মানুষের জন্য ভালো হতে পারে।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘প্রধানমন্ত্রী মোদী ১০ বছরের জন্য দেশ শাসনের ভার পেয়ে প্রত্যেকটি ক্ষেত্রের সর্বনাশ করে ছেড়েছেন। তিনি (নরেন্দ্র মোদী) দেশের মানুষের মধ্যে ঘৃণার বাতাবরণ তৈরি করেছেন। অর্থনীতি গোল্লায় গিয়েছে, মুদ্রাস্ফীতি চরম সীমায়, প্রতিটি ক্ষেত্র কর্মসংস্থানের অভাবে ধুঁকছে। এ বার ভারতের জনগণের কাছে সময় এসেছে হেস্তনেস্ত করার। এ জন্যই সমমনস্ক দলগুলি একসঙ্গে এসেছে।’