বাংলার চার পুর নিগমের ভোট পিছনোর আর্জিতে জনস্বার্থ মামলা হয়েছে কলকাতা হাইকোর্টে। শুক্রবার সেই মামলার শুনানি। পুরভোট অন্তত এক মাস পিছিয়ে দেওয়ার দাবি তুলেছে বিজেপি নেতৃত্ব।
শুক্রবার সাংবাদিক বৈঠক করে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, ”এই মুহূর্তে গোটা রাজ্যের যা পরিস্থিতি, তাতে ভোট করা সম্ভব নয়। এই নির্বাচন অন্তত এক মাস পিছিয়ে দেওয়ার দাবি জানাচ্ছি।” তিনি বলেন, ভোট না পিছোলে সংক্রমণ আটকানো সম্ভব নয়। পাশাপাশি গঙ্গাসাগর মেলা নিয়ন্ত্রণ করার দাবিও জানান।
এ বিষয়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায় কটাক্ষ করে বলেন, ”এই রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, এক মাস ভোট পিছোতে। তাহলে কি ওঁরা জানেন, এক মাস পর আর করোনা থাকবে না! আসলে হেরে যাওয়ার ভয়ে, মানুষের প্রত্যাখ্যানের ভয়ে অজুহাত খোঁজা হচ্ছে।”
করোনা পরিস্থিতিতে পুরভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে বামেরা। এই পরিস্থিতিতে ভোট করা সম্ভব কিনা, সেই প্রশ্নও তুলেছে বামেরা।
করোনার তৃতীয় ঢেউ এবং নতুন প্রজাতি ওমিক্রনের দাপটে দিশেহারা সাধারণ মানুষ থেকে স্বাস্থ্যমহল। এই পরিস্থিতিতে সংক্রমণ আটকাতে বাংলায় চালু হয়েছে কড়া বিধিনিষেধ। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত করোনাবিধি মেনে চলতে হবে রাজ্যবাসীকে। করোনা আবহে ভোট।যদিও এ বিষয়ে কড়া নিয়ম বিধি বেঁধে দিয়েছে কমিশন। যেমন বাড়ি বাড়ি গিয়ে প্রচার করতে হলে পাঁচজন এর বেশি যাওয়া যাবে না, খোলা মাঠে প্রচার সভায় ৫০০-র বেশি জনসমাগম করা যাবে না।