The Earth's meteorological system has three layers. The first layer is known as the troposphere, the second layer as the stratosphere and the third layer as the mesosphere. Tourists will be able to enjoy the beauty of space by climbing the balloon called 'Spaceship Neptune' and going to the stratosphere 1 lakh feet above the earth.
বিজ্ঞান-প্রযুক্তি

বেলুনে চড়ে মহাকাশ ভ্রমণের সুযোগ

আমেরিকার ‘স্পেস পারস্পেকটিভ’ নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান বেলুনে চড়ে মহাকাশ ভ্রমণের সুযোগ নিয়ে এসেছে। এটিকে মহাকাশ পর্যটনে নতুন দিগন্ত বলে উল্লেখ করা হয়েছে। পৃথিবীর আবহাওয়া মন্ডলের তিনটি স্তর রয়েছে। প্রথম স্তর ট্রপোস্ফিয়ার, দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার ও তৃতীয় স্তর মেসোস্ফিয়ার হিসেবে পরিচিত। ‘স্পেশশিপ নেপচুন’ নামের ওই বেলুনে চড়ে পৃথিবী থেকে ১ লাখ ফুট উপরে স্ট্র্যাটোস্ফিয়ারে গিয়ে পর্যটকরা মহাকাশের সৌন্দর্য্ উপভোগ করতে পারবেন।

জানা গেছে, বিশাল একটি বেলুনে একটি ক্যাপসুল তৈরি করা হবে। এক বেলুনে ৮ জন পর্যটক উঠতে পারবেন, যা ঘণ্টায় ১২ মাইল বেগে ধীর গতিতে উড়ে যাবে। মার্কিন মহাকাশ সংস্থা নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে হাইড্রোজেন পূর্ণ এই বেলুন যাত্রা শুরু করবে। ধারণা করা হচ্ছে, ৬ ঘণ্টায় পুরো ভ্রমণ সম্পন্ন করা সম্ভব হবে। মহাকাশে বেলুনটি ঠিক আটলান্টিক মহাসাগরের উপরে গিয়ে অবস্থান করবে। যদি কোনো দুর্ঘটনা ঘটে? সেজন্য যাত্রীদের নিরাপত্তার জন্য থাকবে একটি জাহাজ। জানা গেছে, এই বেলুনে অনেক সুযোগ-সুবিধা থাকবে। বিশেষ করে একটি বার ও রেস্টরুমের উল্লেখ করেছে স্পেস পারস্পেকটিভ। খুব বেশি দেরি নয়, আগামী বছর এই বিশেষ পর্যটন বেলুন নিয়ে পরীক্ষা চালানো হবে। তবে বাণিজ্যিকভাবে এই বেলুন ২০২৪ সালে মহাকাশে যাবে। জানা গেছে, এতো উপরে উঠে পর্যটকরা নিজেদের ওজন কম অনুভব করলেও প্রায় পৃথিবীর মতোই আবহাওয়া উপভোগ করতে পারবেন।