ব্রেকিং নিউজ রাজ্য

খোলা ম্যানহোল, বিপদের হাতছানি জাতীয় সড়কের পাশে

জাতীয় সড়কের পাশে মরন ফাঁদ। যেখানে অপেক্ষা করছে বিপদ। খোলা ম্যানহোলের মুখ। আর তার পাশ দিয়েই প্রতিদিন যাতায়াত করেছে হাজার হাজার মানুষ।

ইতিমধ্যেই এই জায়গায় ছোটখাটো বিপদ ঘটে গিয়েছে। এই ম্যানহোলের ঢাকনা না বন্ধ করলে যেকোনো সময় বড় বিপদ ঘটতে পারে। এমনই অবস্থা হাওড়ার অন্যতম গুরুত্বপূর্ণ রাস্তা কোনা এক্সপ্রেসওয়ের।

হাওড়ার সাঁতরাগাছি। হাওড়া জেলা সহ রাজ্যের একটি অতি গুরুত্বপূর্ণ স্থান। আর সেই সংলগ্ন এলাকায় খোলা আছে এই ম্যানহোল। জানা গিয়েছে, হাওড়ার কোনা এক্সপ্রেসওয়ের জানা গেটের সাঁত্রাগাছি ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত এই স্থানটি । নারায়নপল্লীর কাছে অবস্থিত এই স্থানটির জন্য চিন্তিত এলাকার মানুষ।

স্থানীয়দের মতে, খুব শীঘ্রই এইখানে উপযুক্ত ব্যবস্থা না নিলে যেকোনো সময় বড় বিপদ হতে পারে। স্থানীয় বাসিন্দা সুভাষ রায় জানান, “মহিলারা রাস্তার ধার দিয়ে যান। একদম রাস্তার ধারেই এই জায়গাটি আছে। যেকোনো সময় বড় বিপদ হতে পারে। আমরা রাস্তার এই খোলা ম্যানহোলের উপর গাছ ফেলে রেখেছি, যাতে বড় কোনও বিপদ না হয়।” তার কথায়, “রাস্তার আলো জ্বলছে না। তাই আমরা এখানকার পুলিশ প্রশাসনকে জানিয়েছি।” অপর এক নিত্যযাত্রী নাজির আলি জানান, “আমি জানতাম না। তবে এরপর আমি সতর্ক হব।” তিনি বলেন, “সত্যিই এরকম খোলা ম্যানহোলে পরে যেকোনো সময় বড় বিপদ হতে পারে। এর বিরুদ্ধে যত শ্রীঘ্রই সম্ভব ব্যবস্থা নেওয়া উচিত।”

তবে এত গুরুত্বপূর্ণ রাস্তার একদম গা ঘেঁষে ম্যানহোলের ঢাকনা খোলা কেন? কি করছে প্রশাসন? উঠছে প্রশ্ন।