দেশ ব্রেকিং নিউজ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা! উত্তরকাশীর সুড়ঙ্গে ঢুকলেন কেন্দ্রীয় মন্ত্রী ভি.কে সিং

উত্তরাখণ্ডের উত্তরকাশি জেলায় নির্মাণাধীন সুড়ঙ্গে আটকে পড়া ৪১ কর্মীকে নিরাপদে উদ্ধারের জন্য শুরু হওয়া উদ্ধার অভিযানে যে প্রতিবন্ধকতা দেখা দিয়েছে তা রাতেই অনেকাংশে দূর হয়েছে। এদিকে শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছেছেন ভারতীয় সেনার প্রাক্তন জেনারেল ও কেন্দ্রীয় মন্ত্রী ভি.কে সিং।

‘ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথোরিটি’র এক সদস্য লেফটেন্যান্ট জেনারেল সইদ আটা হাসনাইন জানিয়েছেন, কাজ চলছে জোরকদমে। শুক্রবার তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমাদের আশা, আর কয়েকঘণ্টার মধ্যে বা বড়জোর কালকের মধ্যেই অপারেশন সফল হবে।” উত্তরখণ্ডের মুখ্যমন্ত্রী ধামিও জানিয়েছেন, আর মাত্র ১০ মিটার দূরে রয়েছেন উদ্ধারকারীরা। সব মিলিয়ে অপেক্ষা ক্রমেই তীব্র হচ্ছে। উত্তরাখণ্ড সরকারের পর্যটন বিভাগের বিশেষ কর্মকর্তা বলেন, পার্সন কোম্পানি গ্রাউন্ড পেনিট্রেশন রাডার নিয়ে গবেষণা করেছে। সুড়ঙ্গের পরবর্তী পাঁচ মিটারের জন্য কোনও ধাতব বাধা নেই বলে তারা জানিয়েছে। তার মানে ড্রিলিং আর কোনও বাধা আসবে না।

এদিকে ‘অগার’ যন্ত্র মেরামতির পর এদিন ফের শুরু হয় ড্রিলিং। আটকে থাকা শ্রমিকদের আরও কাছে পৌঁছেছে উদ্ধারকারীরা। গতকাল টানেলের মধ্যে থাকা লোহা ও ইস্পাতের টুকরো পাথর কাটার পথে বাধা সৃষ্টি করে। ইতিমধ্যেই সুড়ঙ্গে ঢুকে পড়েছেন এনডিআরএফ-এর ২১ জন উদ্ধারকারী।সুড়ঙ্গে বাইরে অপেক্ষায় অ্যাম্বুল্যান্স, প্রস্তুত অস্থায়ী মেডিক্যাল ক্যাম্প।