রাজ্য

ফের নিয়ম বদলের পথে কলকাতা বিশ্ববিদ্যালয়

কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার নিয়ম কী বদলাচ্ছে?‌ এই প্রশ্ন এখন দেখা দিয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে। কারণ স্নাতকে বাড়ি বসে ডিজিটাল প্রশ্নপত্র পাওয়া ও পরীক্ষা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে খাতা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু স্নাতকোত্তরে ৬৪টিরও বেশি বিভাগ ও ৩৯টি কলেজ এই সময়সীমা নিয়ে একমত হতে পারেনি। কোনও বিভাগ পরীক্ষা শেষের ১৫ মিনিটের মধ্যে, কেউ পাঁচ ঘণ্টা, আবার কেউ একদিনের মধ্যে খাতা জমার নির্দেশ দিয়েছিল। তাই জরুরি ভিত্তিতে ডাকা ফ্যাকাল্টি কাউন্সিল ও আন্ডার গ্র্যাজুয়েট বোর্ড অফ স্টাডিজ সিদ্ধান্ত নিয়েছে, পরীক্ষা নেওয়া ও খাতা জমার ক্ষেত্রে অভিন্ন নীতি মেনেই চলা হবে।
পরীক্ষার জন্য ২৪ ঘণ্টা দেওয়াতে আপত্তি জানিয়েছে ইউজিসি। ৩ ঘণ্টায় পরীক্ষা নিতে হবে। প্রয়োজনে দু’‌ঘণ্টায় নেওয়া যেতে পারে বলে নিদান দিয়েছে তারা। তাই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত বদলের কথা বলা হয়েছে। ইউজিসি’‌র নির্দেশিকা মেনেই যাবতীয় সমস্যার সমাধান করা হবে বলে দু’টি বৈঠকেই অঙ্গীকার করেছে কর্তৃপক্ষ।ইউজিসি নির্দেশিকায় জানিয়েছে, টার্মিনাল সেমেস্টার বা ফাইনাল বর্ষের পরীক্ষা নির্ধারিত সময়ের (২–৩ ঘণ্টা/নম্বরের ভিত্তিতে) মধ্যে নিতে হবে। অবশ্য প্রশ্নপত্র ডাউনলোড ও উত্তরপত্র আপলোডে বড়জোর ৩০ মিনিট সময় দিতে পারে বিশ্ববিদ্যালয়। পরীক্ষার স্বচ্ছতা ও পড়ুয়াদের স্বার্থের কথা ভেবে বিশ্ববিদ্যালয় ইউজিসি’‌র নির্দেশিকা কঠোরভাবে মানতে বাধ্য।
এই পরীক্ষার ক্ষেত্রে ২৪ ঘণ্টা সময় দেওয়া যাবে না। রাজ্যকে চিঠি দিয়ে জানাল ইউজিসি। তারই প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের। প্রশ্ন উঠছে, ইউজিসি’‌র মতো কেন্দ্রীয় নিয়ন্ত্রক সংস্থা একটি বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এরকম নির্দেশিকা জারি করে চিঠি দিতে পারে কি? উত্তর যাইহোক, আপাতত নিয়ম বদল করতে চলেছে কলকাতা বিশ্ববিদ্যালয়।