বাংলাদেশ

বাংলাদেশে দাম কমল পেঁয়াজের

অবশেষে পেঁয়াজ–বোঝাই ট্রাক পৌঁছল ভারত–বাংলাদেশ সীমান্তে। বন্ধুত্বের স্বার্থে ২৫ হাজার মেট্রিক টন পেঁয়াজ ওপারে পাঠাল ভারত। আর রবিবার সকালে সীমান্ত পেরিয়ে ট্রাক ঢুকতেই খুশির হাওয়া পদ্মাপারের বাজারগুলিতে। প্রতি কেজি পেঁয়াজ প্রায় ৫ থেকে ১০ টাকা দাম কমে যাওয়ায় রমরমিয়ে বিক্রি হল লাল–ফসল পেঁয়াজ।
জানা গিয়েছে, রবিবার পাইকারি ও খুচরো—উভয় বাজারেই পেঁয়াজের দাম গড়ে ১০ টাকা কমেছে কেজি প্রতি। ভারতের পেঁয়াজ বাজারে আসায় দাম কমল। এখন কেজি প্রতি ভারতীয় পেঁয়াজ ৬০ থেকে ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। তুলনায় দেশি পিঁয়াজের দাম ৭৫ টাকা প্রায়। এছাড়া অঞ্চলভেদে এই দামের রকমফের রয়েছে। ঢাকার শ্যামবাজার পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। খুচরো বাজারে তা প্রতি কেজি ৫ টাকা লাভ করছেন বিক্রেতারা।
উল্লেখ্য, সপ্তাহখানেক ধরে পেঁয়াজ–বোঝাই ট্রাকগুলি দাঁড়িয়েছিল। ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধের সিদ্ধান্ত নেওয়ার পর বাংলাদেশের দাম প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছিল। এবার ফের ভারতের পেঁয়াজ ঢুকতে থাকায় দাম নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ নিয়েছে প্রশাসন। পেট্রাপোল, হিলি সীমান্ত থেকে চট্টগ্রাম, সাতক্ষীরা বন্দর এলাকা থেকে পেঁয়াজ ভর্তি ট্রাক থেকে তা বাজারে যাওয়ার পরই শুরু হচ্ছে নজরদারি।