ছুটিতে বকখালি তে বেড়াতে এসে আর বাড়ি ফেরা হলো না এক কিশোরের। স্কুলের বন্ধুদের সঙ্গে গরমের ছুটিতে বকখালিতে বেড়াতে এসে সমুদ্রে তলিয়ে গেল ক্লাস ফাইভের ছাত্র। দীর্ঘ খোঁজাখুঁজির পর ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এরিয়ার সমুদ্র সৈকত থেকে উদ্ধার হয় তার মৃতদেহ।
পরিবার এবং প্রশাসন সূত্রে জানা যায়, মৃতের নাম সাকিব হোসেন লস্কর। সাকিবের বাড়ি দক্ষিণ 24 পরগনা জেলার উস্তি থানা এলাকায়। সাকিব উস্তি এলাকার জিনিয়াদি মাদ্রাসার ক্লাস ফাইভের ছাত্র ছিল। রবিবার স্কুলের বন্ধু এবং শিক্ষকদের সঙ্গে বকখালি বেড়াতে যায় সে। তারপরেই বকখালি সমুদ্র সৈকত স্নান করতে নেমে সমুদ্রের উত্তাল ঢেউয়ে তলিয়ে যায় সাকিব। দীর্ঘ খোঁজাখুঁজির পরও সাকিবের কোনরকম খোঁজ মেলেনি। খবর দেওয়া হয় শাকিবের পরিবারকে। খবর পেয়ে তড়িঘড়ি বকখালিতে ছুটে আসে শাকিবের পরিবার এবং পুনরায় প্রশাসনের পক্ষ থেকে আজ সকাল থেকেই খোঁজ চালানো হয়।
অবশেষে ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা এরিয়ার সমুদ্র সৈকত থেকে উদ্ধার করা হয় শাকিবের মৃতদেহ। শাকিবের এই অকাল মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে শাকিবের পরিবার। অপরদিকে ক্লাস ফাইভের তরতাজা একটি ছাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ স্কুলের সহপাঠী এবং শিক্ষকরা।