সামাজিক উন্নয়নের কাজে ক্লাবগুলিকে এগিয়ে আসতে আহ্বান করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি রাজ্যের বিভিন্ন ক্লাবকে আর্থিক সাহায্যও করেছেন। আর সেই টাকার সত্যিকারের সদ্ব্যবহার করল বনগাঁর উদীয়মান স্পোর্টিং ক্লাব। মুখ্যমন্ত্রীর দেওয়া সেই টাকায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াল তাঁরা।
বনগাঁর ঢাকাপাড়া এলাকার একটি মাঠে বসেছে হাট। সেখানে পৃথক পৃথক টেবিলে সাজিয়ে রাখা হয়েছে চাল, আলু, পেঁয়াজ, সয়াবিন, পটল, কাঁচালঙ্কা–সহ নানা সবজি। যার যে–জিনিসটি যতটুকু প্রয়োজন, তিনি সংগ্রহ করে নিয়ে যেতে পারছেন। তা–ও আবার মাত্র এক টাকায়। আশ্চর্য লাগলেও লকডাউনে এমনই হাটের আয়োজন করেছেন ক্লাবের সদস্যরা।
তাঁদের কথায়, করোনার আতঙ্কে মানুষ জেরবার। গৃহবন্দি হয়ে পড়ে রয়েছেন সাধারণ মানুষ। ভারত সরকারের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। এখন সবথেকে বেশি সমস্যায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষ। তাঁদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ। এখানে মানুষ হাটে এসে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করবেন। যাঁরা এই সামগ্রী সংগ্রহ করছেন, তাঁদের যাতে সম্মানে আঘাত না লাগে তার জন্য ক্লাব সদস্যদের হাতে তুলে দিচ্ছেন এক টাকা।