দেশ ব্রেকিং নিউজ

আগুন থেকে বাঁচতে বহুতল থেকে পড়ে মৃত্যু এক ব্যক্তির

দক্ষিণ মুম্বইয়ের পারেলের লালবাগ এলাকার একটি নির্মীয়মাণ বহুতলে হঠাৎ আগুন লাগে। মূহুর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে। ৬৪ তলার বহুতলের ২০ তলায় আগুন লাগে। সেই আগুন গ্রাস করে নেয় ২৫ তলা পর্যন্ত।
আগুন থেকে বাঁচতে এক ব্যক্তি ২০ তলার রেলিং ধরে ঝুলছিলেন। কিন্তু বেশ কিছু ক্ষণ ঝুলে থাকার পর হঠাৎই হাত ফস্কে ২০ তলা থেকে আছড়ে পড়েন মাটিতে।  গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে কেইএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম অরুণ তিওয়ারি(৩০)।
বহুতলে বেশ কয়েকজন আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে কী থেকে আগুন লাগল তা এখনও জানা যায়নি।  ঘটনাস্থলে পৌঁছেছেন মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকর। ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পাশাপাশি তৎপরতার সঙ্গে উদ্ধারকাজ চালাচ্ছেন দমকলকর্মীরা।
আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছেবলে দমকল সূত্রে খবর।আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনাও কমেছে। এই অগ্নিকাণ্ডকে ‘লেভেল ৪’ পর্যায়ের অগ্নিকাণ্ড বলে জানিয়েছে দমকল।