দাপট দেখাচ্ছে ওমিক্রন। রাজ্যে প্রথম ওমিক্রন আক্রান্তের হদিশ মিলল মুর্শিদাবাদে। সেখানকার এক সাত বছরের শিশুর শরীরে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর হদিশ মিলেছে। রাজ্যে ওমিক্রন আক্রান্তের খবরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।
জানা গেছে, কিছুদিন আগে শিশুটি পরিবারের সঙ্গে আবু ধাবি থেকে হায়দরাবাদ হয়ে ফিরেছে। আবু ধাবি থেকে বিমানে চেপে হায়দরাবাদ নেমেছিল শিশুটির পরিবার। সেখানে আরটিপিসিআর পরীক্ষার জন্য শিশুটির লালারস সংগ্রহ করা হয়। জিনোম সিকোয়েন্সিং করা হয়।
বুধবার হায়দরাবাদ থেকে স্বাস্থ্যভবনে খবর আসে, শিশুটি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত। মুর্শিদাবাদের ফরাক্কায় নিজের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে শিশুটিকে। রয়েছে মৃদু উপসর্গ।
জেলা স্বাস্থ্যদপ্তর থেকে শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। স্বাস্থ্যকর্তারা জানিয়েছেন, সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রোটোকল মেনে পুনরায় ওই শিশুর লালারস সংগ্রহ করে কল্যাণীতে পাঠানো হবে। শিশুটি অভিভাবকদের আরটিপিসিআর পরীক্ষা করা হবে। পজিটিভ হলে তাঁদের নমুনাও কল্যাণীতে পাঠানো হবে।
এর আগে বিলেত ফেরত এক তরুণীকে নিয়েও ওমিক্রন আতঙ্ক ছড়িয়েছিল। কিন্তু কল্যাণীর জিনোম সিকোয়েন্সিং ল্যাবরেটরি থেকে জানা যায়, ওই তরুণী ওমিক্রন- নেগেটিভ। অন্যদিকে, ওমিক্রন-শঙ্কায় বেলেঘাটা আইডি-তে ভর্তি বাংলাদেশের ৭৪ বছরের ব্যক্তির নমুনা সংগ্রহ করে পাঠানো হয় কল্যাণীতে।
ওমিক্রন-আতঙ্কের মাঝেই উত্তরপ্রদেশের মোরাদাবাদ থেকে নিখোঁজ বিদেশ ফেরত ১৩০ জন যাত্রী। মোরাদাবাদ স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে, দিনকয়েক আগে ৫১৯ জন যাত্রী বিদেশ থেকে ফেরেন। কিন্তু তাঁদের মধ্যে ১৩০ জনের খোঁজ পাওয়া যাচ্ছে না।