আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

মার্কিন ড্রোন হানায় খতম আল কায়দার এক শীর্ষনেতা

মার্কিন ড্রোন হানায় সন্ত্রাসবাদী সংগঠন আল কায়দার এক শীর্ষনেতার মৃত্যুর খবর নিশ্চিত করেছে পেন্টাগন। জানা গিয়েছে, দিন দুয়েক আগে দক্ষিণ সিরিয়ায় আমেরিকার নেতৃত্বে ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়া আন্তর্জাতিক সেনাদলের ঘাঁটিতে হামলা করে সন্ত্রাসবাদীরা।কে এই আবদুল হামিদ আল-মাতার? তিনি হলেন একজন কুখ্যাত ও ভয়ংকর সন্ত্রাসবাদী। মধ্যপ্রাচ্যের গণ্ডি ছাড়িয়ে অন্যান্য অঞ্চলেও সন্ত্রাসবাদী আক্রমণ চালানোর পরিকল্পনায় ওস্তাদ ছিল সে।
এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জন রিগসবি জানান, উত্তর-পশ্চিম সিরিয়ায় মার্কিন ড্রোন হানায় আল কায়দার শীর্ষনেতা আবদুল হামিদ আল-মাতার নিহত হয়েছে। ওই জঙ্গিনেতার মৃত্যুতে আল কায়দার ক্ষমতা অনেকটা কমবে। নাশকতার পরিকল্পনা ও হামলা চালানোর ক্ষমতাও অনেকটাই কমবে বলে মনে করছেন তিনি।
জানা গিয়েছে, আল কায়দা নেতার উপর মিসাইল হামলা চালায় একটি অত্যাধুনিক এমকিউ-৯ রিপার ড্রোন। এর আগেও গত সেপ্টেম্বর মাসে সিরিয়ায় সালিম আবু আহমেদ নামে আরও এক আল কায়দা নেতাকে খতম করেছিল আমেরিকা। বিশ্বজুড়ে জেহাদি সংগঠনটির ক্ষমতা নষ্ট করতে হামলা চালাচ্ছে আমেরিকা।