দেশ ব্রেকিং নিউজ

বিজেপি শাসিত অসমে ধাক্কা খেল ‘‌এক দেশ এক রেশন’‌

‘এক দেশ এক রেশন ব্যবস্থা’ মুখ থুবড়ে পড়েছে বিজেপি শাসিত অসমে। এই কাজে সে রাজ্যের সরকার ব্যর্থ হওয়ায় কেন্দ্রীয় সরকার সতর্ক করে দিয়েছে তাদের। খাদ্য মন্ত্রকের সচিব সুধাংশু পাণ্ডে অসমের মুখ্যসচিব জিষ্ণু বড়ুয়াকে চিঠি লিখে অবিলম্বে এক দেশ এক রেশন ব্যবস্থা চালু করতে বলেছেন। চিঠিতে সুপ্রিম কোর্টের নির্দেশ উল্লেখ করে বলা হয়েছে, ৩১ জুলাইয়ের মধ্যে এই প্রকল্প গোটা দেশে চালু করার কথা ছিল। ৩২ রাজ্য ইতিমধ্যেই তা চালু করেছে। অসম ছাড়া যে তিনটি রাজ্য এখনও এই প্রকল্প চালু করেনি, তারা কয়েক সপ্তাহের মধ্যেই তা করে ফেলবে। ওই তিনটি রাজ্য হল পশ্চিমবঙ্গ, দিল্লি ও ছত্তিশগড়। মুখমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন, শীঘ্রই এই প্রকল্পে যুক্ত হবে পশ্চিমবঙ্গ।

এক দেশ এক রেশন ব্যবস্থা চালু করতে হলে প্রতিটি রেশন দোকানে ই-পাস যন্ত্র রাখতে হবে। ওই যন্ত্রের মাধ্যমে অনলাইনে রেশন গ্রাহকের আধার নম্বর যাচাই করা হবে। তা মিলে গেলে সংশ্লিষ্ট গ্রাহক যে কোনও রাজ্যে বসেই তাঁর বরাদ্দের খাদ্যশস্য সেখান থেকেই সংগ্রহ করতে পারবেন। পশ্চিমবঙ্গে সব রেশন দোকানেই ই-পাস যন্ত্র বসে গিয়েছে। কিন্তু অসমে একটি দোকানেও তা বসেনি।

এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অসমের বাসিন্দাদের রেশন কার্ডের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ করতে হবে। এখনও পর্যন্ত অসমে এই কাজ মাত্র ১৮ শতাংশ হয়েছে বলে ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে। পরিসংখ্যান বলছে, অসমে এখনও সকলের আধার কার্ড তৈরি হয়নি। মোট জনসংখ্যার ৬৩ শতাংশ হাতে আধার কার্ড পেয়েছে। এনআরসি-সিএএ বিতর্কের মধ্যে এই কাজেও অসম অনেকটা পিছিয়ে রয়েছে। তবে যাঁরা আধার কার্ড পেয়ে গিয়েছেন, তাঁদের নম্বর কেন রেশন কার্ডের সঙ্গে সংযুক্ত করা হয়নি, সেই প্রশ্ন তুলেছেন কেন্দ্রে সচিব। এই পরিস্থিতিতে গত ১৩ জুলাই লেখা ওই চিঠিতে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক অসম সরকারকে যুদ্ধকালীন তৎপরতায় রেশন দোকানে ই-পাস যন্ত্র বসানো ও আধার সংযুক্তিকরণের জন্য উদ্যোগ নিতে বলেছে।